উইম্বলডনের সেমিফাইনালে বোপান্না-মারগিয়া জুটি
উইম্বলডনে চমক দিল রোহন বোপান্না আর মারগিয়া জুটি। শীর্ষবাছাই ব্রায়ান ভাইদের হারিয়ে উইম্বলডনের পুরুষদের ডাবলসের সেমিফাইনালে জায়গা করে নিলেন ইন্দো-রোমানিয়ান জুটি। চার সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচ জেতেন বোপান্নারা। মার্কিন যুক্তরাষ্ট্রের জুটির কাছে প্রথম সেট হারলেও দমে যায়নি ইন্দো-রোমানিয়ান জুটি। পরপর তিনটে সেট জিতে ম্যাচ জিতে নেন তারা। ম্যাচ জিততে বোপান্নারা সময় নেন আড়াই ঘণ্টারও বেশি। নবম বাছাই বোপান্না আর মারগিয়া গোটা ম্যাচে সতেরোটা এস আর, একত্রিশটা উইনার মারেন।
![উইম্বলডনের সেমিফাইনালে বোপান্না-মারগিয়া জুটি উইম্বলডনের সেমিফাইনালে বোপান্না-মারগিয়া জুটি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/07/08/39950-8florin-mergea-rohan-bopan.jpg)
ওয়েব ডেস্ক: উইম্বলডনে চমক দিল রোহন বোপান্না আর মারগিয়া জুটি। শীর্ষবাছাই ব্রায়ান ভাইদের হারিয়ে উইম্বলডনের পুরুষদের ডাবলসের সেমিফাইনালে জায়গা করে নিলেন ইন্দো-রোমানিয়ান জুটি। চার সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচ জেতেন বোপান্নারা। মার্কিন যুক্তরাষ্ট্রের জুটির কাছে প্রথম সেট হারলেও দমে যায়নি ইন্দো-রোমানিয়ান জুটি। পরপর তিনটে সেট জিতে ম্যাচ জিতে নেন তারা। ম্যাচ জিততে বোপান্নারা সময় নেন আড়াই ঘণ্টারও বেশি। নবম বাছাই বোপান্না আর মারগিয়া গোটা ম্যাচে সতেরোটা এস আর, একত্রিশটা উইনার মারেন।
সেমিফাইনালেও জয় হাসিল করতে পারবে বলে আত্মবিশ্বাসী রোহন বোপান্না ও আর মারগিয়া।