বিজয় ধ্বজা উড়িয়ে মহানগরে অলিম্পিকের রুপো জয়ী শ্যুটার

সোমবার ঝটিকা সফরে কলকাতায় এলেন লন্ডন অলিম্পিকে রুপোজয়ী শুটার বিজয় কুমার। নিজের প্রথম অলিম্পিকেই দেশকে পদক এনে দিয়েছেন হিমাচল প্রদেশের এই শুটার। রাজ্য সরকারের তরফ থেকে সংবর্ধিত করা হল চ্যাম্পিয়ন এই শুটারকে।

Updated By: Nov 12, 2012, 08:29 PM IST

সোমবার ঝটিকা সফরে কলকাতায় এলেন লন্ডন অলিম্পিকে রুপোজয়ী শুটার বিজয় কুমার। নিজের প্রথম অলিম্পিকেই দেশকে পদক এনে দিয়েছেন হিমাচল প্রদেশের এই শুটার। রাজ্য সরকারের তরফ থেকে সংবর্ধিত করা হল চ্যাম্পিয়ন এই শুটারকে।
সোমবার সকালে কলকাতায় পৌঁছে মহাকরণে ক্রীড়ামন্ত্রী মদন মিত্রের সঙ্গে দেখা করেন বিজয় কুমার। রাজ্য সরকারের তরফ থেকে সংবর্ধনা দেওয়া হয় তাঁকে। বিজয় কুমারের হাতে তুলে দেওয়া হয় সোনার কয়েন আর এক লক্ষ টাকার চেক। প্রথমবার কলকাতায় এসে অভিভূত হিমাচল প্রদেশের এই শুটার।
নিজের প্রথম অলিম্পিকেই দেশকে পদক এনে দিয়েছেন বিজয় কুমার। কলকাতায় সাংবাদিক সম্মেলনে তিনি জানালেন পরের টুর্নামেন্টগুলোয় সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখতে চান তিনি। তিনি আরও জানান লন্ডন অলিম্পিকেই ইদানিংকালে সবচেয়ে ভাল পারফরম্যান্স করেছেন ভারতীয় অ্যাথলিটরা। তাতে সাধারণ মানুষের মধ্যে শুটিং,ব্যাডমিন্টনের মত খেলার প্রতি আগ্রহ বেড়েছে। পদক জিতে দেশে ফেরার পর সেনাবহিনীতে তাঁর পদোন্নতি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। ক্ষোভও প্রকাশ করেছিলেন বিজয় কুমার। তবে কলকাতায় এসে বিজয় কুমার জানিয়ে গেলেন তিনি সেনাবাহিনী

.