এক সপ্তাহের মধ্যেই নিজের চেনা পজিশনে ফিরলেন পাহাড়ি বিছে!

গত সোমবার লকডাউনের মধ্যে ইনস্টাগ্রামে নিজের গোল কিপিং করার ভিডিয়ো পোস্ট করেন বাইচুং ভুটিয়া। যা নিয়ে শোরগোল পড়ে যায় ফুটবল মহলে।

Updated By: Jun 1, 2020, 08:23 PM IST
এক সপ্তাহের মধ্যেই নিজের চেনা পজিশনে ফিরলেন পাহাড়ি বিছে!

নিজস্ব প্রতিবেদন: এক সপ্তাহের মধ্যেই পজিশন পাল্টে ফেললেন। নিজের চেনা পজিশনে ফিরে গেলেন বাইচুং ভুটিয়া। স্ট্রাইকারে ফিরতেই মেজাজে পাহাড়ি বিছে।

গত সোমবার লকডাউনের মধ্যে ইনস্টাগ্রামে নিজের গোল কিপিং করার ভিডিয়ো পোস্ট করেন বাইচুং ভুটিয়া। যা নিয়ে শোরগোল পড়ে যায় ফুটবল মহলে। জি 24 ঘন্টা ডিজিটালকে বাইচুং নিজেই জানিয়েছিলেন আসন্ন ফুটসল টুর্নামেন্টে গোলকিপার হিসেবে খেলতেও প্রস্তুত তিনি। সোমবার অবশ্য ইনস্টাগ্রামে নিজের স্ট্রাইকার পজিশনে খেলার ভিডিয়ো পোস্ট করেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Time your run into right position: Simple  #stayfit #stayhealthy

A post shared by Bhaichung Bhutia (@bhaichung15) on

সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে সতীর্থের পাশ থেকে ডান পায়ের নিখুঁত প্লেসমেন্টে গোল করছেন পাহাড়ি বিছে। নিজের খেলার সময় যেমন করে থাকতেন। বয়স ৪৩ হলেও বক্সের মধ্যে তিনি যে এখনও আগের মতোই তীক্ষ্ন তা বুঝিয়ে দিলেন ভারতীয় ফুটবলের অন্যতম সেরা এই স্ট্রাইকার। ফলে বলাই যায় আসন্ন ক্লাব ফুটসল চ্যাম্পিয়নশিপে একাধিক পজিশনে খেলার জন্য নিজেকে তৈরি রাখছেন বাইচুং ভুটিয়া।

 

আরও পড়ুন - ফ্লয়েডের মৃত্যুতে উত্তাল মার্কিন মুলুক, ন্যায় বিচারের দাবি উঠল বুন্দেশলিগায়

.