Virat Kohli, BGT 2023: স্পিন পিচে অসহায় আত্মসমর্পণ! ফের মাথা নিচু করে ফিরলেন বিরাট-সহ রোহিত, পূজারা
স্পিনের ভালো প্লেয়াররা একে একে ফিরে গেছেন রোহিত, শুভমান গিল, পূজারা, রবীন্দ্র জাদেজা ও শ্রেয়স। এদের স্কোর যথাক্রমে ১২, ২১, ১,৪, ০৷ লিঁও ও কুনেম্যান ২ টি করে উইকেট নিয়েছেন। বিরাট ২২ রানে ফিরে যান। ফলে চলতি সিরিজের তৃতীয় টেস্টে বেশ বেকায়দায় টিম ইন্ডিয়া।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সেই পুরনো রোগ আর সারছে না। ঘরের মাঠের সুবিধা নেওয়ার জন্য স্পিন পিচ তৈরি করা, এবং সেই পিচে ব্যাট করতে নেমে অসহায় আত্মসমর্পণ!গত কয়েক বছর ধরে টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ের এই চালচিত্র বারবার ফুটে উঠেছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে তৃতীয় টেস্টে লাঞ্চের আগেই ৮৪ রানে ৭ উইকেট হারাল টিম ইন্ডিয়া। তাও আবার ভারতের তারকাখচিত ব্যাটিং লাইনআপকে বুঝে নিলেন অস্ট্রেলিয়ার তিন স্পিনার। তাই তো ফের একবার চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে লজ্জার ব্যাটিং 'উপহার' দিলেন বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, রোহিত শর্মা-সহ শ্রেয়স আইয়ার।
এবার তিন স্পিনার নিয়ে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। ন্যাথান লিঁও-র সঙ্গে রয়েছেন দুই তরুণ বাঁহাতি স্পিনার টড মারফি ও ম্যাথু কুনেম্যান। তবে দুই বাঁহাতি স্পিনাররের অভিজ্ঞতা কম হলেও, তাঁদের সামলাতে বেগ পাচ্ছে ভারতীয় ব্যাটিং লাইনআপ। অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে বল করছেন অসি স্পিনাররা।
ভারতীয় ব্যাটাররা কী ভাবে অস্ট্রেলিয়ার তিন স্পিনারের সামনে আত্মসমর্পণ করেছেন সেটা একটি পরিসংখ্যান থেকেই স্পষ্ট। নাগপুরে প্রথম টেস্টে ভারত একটি ইনিংস খেলেছিল। সেই ইনিংসে ১০ উইকেটের মধ্যে ৮টি উইকেট নিয়েছিলেন স্পিনাররা। দিল্লিতে দ্বিতীয় টেস্টে ভারত দু’ইনিংস মিলিয়ে ১৪ উইকেট হারিয়েছিল। প্রথম ইনিংসে ভারতের ১০ উইকেটের মধ্যে ৯ উইকেট নিয়েছিলেন অজি স্পিনাররা। দ্বিতীয় ইনিংসের ৪টি মধ্যে ৩টি উইকেট তাঁরা নিয়েছেন।
আরও পড়ুন- Jasprit Bumrah Injury: বড় ধাক্কা খেল মুম্বই ইন্ডিয়ান্স! আইপিএল-এ নেই বুমরা, বিশ্বকাপে মাঠে নামবেন?
আরও পড়ুন- Sachin Tendulkar: ৫০তম জন্মদিনে ওয়াংখেড়েতে বসছে 'গড অফ ক্রিকেট'-এর মূর্তি
ইন্দোরে তৃতীয় টেস্টেও সেই ছবি দেখা যাচ্ছে। প্রথম দিনের লাঞ্চের আগেই ভারতের ৭ উইকেট পড়ে গিয়েছে। সব ক’টিই স্পিনারদের দখলে। অর্থাৎ, এখনও পর্যন্ত ভারতের যে ৩১টি উইকেট পড়েছে তার মধ্যে স্পিনাররা নিয়েছেন ২৭টি উইকেট। অস্ট্রেলিয়ার স্পিনারদের মধ্যে সব থেকে বেশি উইকেট নিয়েছেন মারফি ও লিঁও। দু’জনেই ১১টি করে উইকেট নিয়েছেন তিনি। বাঁ হাতি স্পিনার কুনেম্যান নিয়েছেন ৫টি উইকেট।
স্পিনের ভালো প্লেয়াররা একে একে ফিরে গেছেন রোহিত, শুভমান গিল, পূজারা, রবীন্দ্র জাদেজা ও শ্রেয়স। এদের স্কোর যথাক্রমে ১২, ২১, ১,৪, ০৷ লিঁও ও কুনেম্যান ২ টি করে উইকেট নিয়েছেন। বিরাট ২২ রানে ফিরে যান। ফলে চলতি সিরিজের তৃতীয় টেস্টে বেশ বেকায়দায় টিম ইন্ডিয়া।