Shubman Gill: শতরানকারী শুভমনকে নিয়ে বড় কথা বলে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
নাগপুরের পর দিল্লির ঘূর্ণি পিচ সমালোচনায় মুখর হয়ে উঠেছিল অজি মিডিয়া। এরমধ্যে আবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামের পিচকে তো আবার 'খারাপ' আখ্যা দিয়েছে আইসিসি। এরপর থেকে আর কোমর বেঁধে নেমে পরেছিল সেই দেশের একাধিক সংবাদমাধ্যম এবং মার্ক ওয়া, হেডেনের মতো প্রাক্তন।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2021/09/24/347315-sabya.jpg?itok=QispSdU3)
![Shubman Gill: শতরানকারী শুভমনকে নিয়ে বড় কথা বলে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় Shubman Gill: শতরানকারী শুভমনকে নিয়ে বড় কথা বলে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/03/11/410278-20.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রায় তিন মাসের মাথায় টেস্ট ক্রিকেটে নিজের দ্বিতীয় শতরানের মুখ দেখলেন শুভমন গিল ( Shubman Gill)। গত বছর বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১১০ রান করেছিলেন পঞ্জাবতনয়। এবার চলতি সিরিজে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে ঘরের মাঠে টেস্টে করলেন প্রথম শতরান। ১৯৪ বলে শতরান পূর্ণ করলেন ২৩ বছরের শুভমন। টড মারফিকে ফাইন লেগের উপর দিয়ে চার মেরে তিন অংকের রানে পৌঁছে যান তিনি। এরপর ২৩৫ বলে ১২৮ রানে থামলেন তিনি। মারলেন ১২টি চার ও ১টি ছক্কা। আর তাইতো এই তরুণকে নিয়ে উচ্ছ্বসিত সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি বলেন, "ও দুর্দান্ত ফর্মে রয়েছে, প্রথম তিনটি টেস্টে ব্যাট করা সহজ ছিল না। সেখান থেকে এই টেস্টের উইকেট ব্যাটারদের পক্ষে সুবিধাজনক। সেই সুযোগটাই ও কাজে লাগিয়েছে।"
আরও পড়ুন: Shubman Gill, BGT 2023: ১০৪২ মিনিট সময় মাঠে কাটিয়েও শতরান! ফিটনেস নিয়ে মুখ খুললেন শুভমন
আরও পড়ুন: Shubman Gill: টেস্টে দ্বিতীয় শতরান করে কে এল রাহুলের উপর চাপ বাড়ালেন শুভমন
নাগপুরের পর দিল্লির ঘূর্ণি পিচ সমালোচনায় মুখর হয়ে উঠেছিল অজি মিডিয়া। এরমধ্যে আবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামের পিচকে তো আবার 'খারাপ' আখ্যা দিয়েছে আইসিসি। এরপর থেকে আর কোমর বেঁধে নেমে পরেছিল সেই দেশের একাধিক সংবাদমাধ্যম এবং মার্ক ওয়া, হেডেনের মতো প্রাক্তন। এমনকি আহমেদাবাদ টেস্ট শুরু হওয়ার দুটি পিচ তৈরি রাখা হয়েছিল। সেটা নিয়েও বাঁকা কথা বলে দেন মার্ক ওয়া। যদিও মহারাজ কিন্তু এত বিতর্কে ঢুকতে রাজি নন।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চতুর্থ টেস্টের পিচ নিয়ে সন্তুষ্ট সকলেই। এই পিচে রান হচ্ছে, আবার ভালো বলের জন্য উইকেটও পাচ্ছেন বোলাররা। বিসিসিআই-এর প্রাক্তন সভাপতিও বেশ খুশি এই পিচ নিয়ে। শনিবার হাওড়া ইউনিয়নের শতবর্ষের অনুষ্ঠানে এসে এ কথাই জানালেন ভারতের প্রাক্তন অধিনায়ক।