Pat Cummins, BGT 2023: চিরঘুমে কামিন্সের মা, কালো আর্মব্যান্ড পরে মাঠে নামল অস্ট্রেলিয়া

২০০৫ সালে স্তনের ক্যানসারে আক্রান্ত হন মারিয়া। দীর্ঘদিন ধরেই তাঁর চিকিৎসা চলছিল। তবে কিছুদিন আগেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। অসুস্থ মায়ের পাশে থাকতে দেশে ফিরে যান অজি অধিনায়ক। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Mar 10, 2023, 12:33 PM IST
Pat Cummins, BGT 2023: চিরঘুমে কামিন্সের মা, কালো আর্মব্যান্ড পরে মাঠে নামল অস্ট্রেলিয়া
মা মারিয়া ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে প্যাট কামিন্স। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে কয়েক সপ্তাহের লড়াই থেমে গেল। চিরঘুমে চলে গেলেন প্যাট কামিন্সের (Pat Cummins) মা, মারিয়া কামিন্স (Maria Cummins)। বেশ কয়েক মাস ধরেই তিনি অসুস্থ ছিলেন। সেইজন্য চলতি বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2023) দুটি টেস্ট খেলেই দেশে উড়ে যান দলের অধিনায়ক। তবে শেষরক্ষা হল না। বৃহস্পতিবার অর্থাৎ ৯ মার্চ, না ফেরার দেশে চলে যান কামিন্সের মা। তাঁর উদ্দেশে শ্রদ্ধা জানিয়ে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন কালো আর্মব্যান্ড পরে খেলতে নামেন অজি ক্রিকেটাররা।

শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে একটি টুইট করা হয়। সেখানে লেখা হয়েছিল, 'প্রয়াত হয়েছেন মারিয়া কামিন্স। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তরফে প্যাট ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মারিয়াকে শ্রদ্ধা জানিয়ে ভারতের বিরুদ্ধে কালো আর্মব্যান্ড পরে খেলতে নামবে অস্ট্রেলিয়া।' পাশাপাশি বিসিসিআই-এর তরফ থেকেও কামিন্সের মায়ের জন্য শোক প্রকাশ করা হয়েছে।  

আরও পড়ুন: BGT 2023: কেন রোহিতের বোলারদের উপর বেজায় চটলেন সুনীল গাভাসকর? জানতে পড়ুন

আরও পড়ুন: Usman Khawaja, BGT 2023: ভারতকে চাপে রাখা শতরান করে কেন আবেগপ্রবণ হয়ে পড়লেন খোয়াজা? জেনে নিন

২০০৫ সালে স্তনের ক্যানসারে আক্রান্ত হন মারিয়া। দীর্ঘদিন ধরেই তাঁর চিকিৎসা চলছিল। তবে কিছুদিন আগেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। অসুস্থ মায়ের পাশে থাকতে দেশে ফিরে যান অজি অধিনায়ক। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, তৃতীয় টেস্টের আগেই হয়তো ফিরে আসবেন অজি অধিনায়ক। কিন্তু শেষ পর্যন্ত দেশেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তবে শেষরক্ষা হল না। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.