এক ঝলকে দেখে নিন ভারত এবং বাংলাদেশের সেরা ৫ ব্যাটসম্যানের পারফরম্যান্স

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই মীরপুরে শুরু হয়ে যাবে এশিয়া কাপ ফাইনাল। মুখোমুখি ভারত এবং বাংলাদেশ। ম্যাচ দেখতে বসার আগে দেখে নিন দুদলের সেরা পাঁচ ব্যাটসম্যান কারা। কেমন ফর্মেই বা আছেন তাঁরা। কে কত রান করলেন। কেমন গড়। স্ট্রাইক রেটই বা কত।

Updated By: Mar 6, 2016, 02:22 PM IST
 এক ঝলকে দেখে নিন ভারত এবং বাংলাদেশের সেরা ৫ ব্যাটসম্যানের পারফরম্যান্স

ওয়েব ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই মীরপুরে শুরু হয়ে যাবে এশিয়া কাপ ফাইনাল। মুখোমুখি ভারত এবং বাংলাদেশ। ম্যাচ দেখতে বসার আগে দেখে নিন দুদলের সেরা পাঁচ ব্যাটসম্যান কারা। কেমন ফর্মেই বা আছেন তাঁরা। কে কত রান করলেন। কেমন গড়। স্ট্রাইক রেটই বা কত।

ভারত

১) রোহিত শর্মা - ৪ ম্যাচে ৪ ইনিংসে ১৩৭ রান। সর্বোচ্চ ৮৩। গড় ৩৪.২৫। স্ট্রাইক রেট ১৩৮.৩৮।

২) বিরাট কোহলি - ৪ ম্যাচে ৩ ইনিংসে ১১২ রান। সর্বোচ্চ ৫৬*। গড় ৫৬। স্ট্রাইক রেট ১০১.৮১।

৩) যুবরাজ সিং - ৪ ম্যাচে ৪ ইনিংসে ৮৯ রান। সর্বোচ্চ ৩৫। গড় ৪৪.৫০। স্ট্রাইক রেট ১১১.২৫।

৪) সুরেশ রায়না - ৪ ম্যাচে ৩ ইনিংসে ৩৯ রান। সর্বোচ্চ ২৫। গড় ১৩। স্ট্রাইক রেট ৯০.৬৯।

৫) হার্দিক পাণ্ডিয়া - ৪ ম্যাচে ৩ ইনিংসে ৩৩ রান। সর্বোচ্চ ৩১। গড় ১১। স্ট্রাইক রেট ১৩৭.৫০।

বাংলাদেশ

১) সাব্বির রহমান - ৪ ম্যাচে ৪ ইনিংসে ১৪৪ রান। সর্বোচ্চ ৮০। গড় ৩৬। স্ট্রাইক রেট ১২৭.৪৩।

২) মাহমুদুল্লা - ৪ ম্যাচে ৪ ইনিংসে ৮৮ রান। সর্বোচ্চ ৩৬*। গড় ৮৮। স্ট্রাইক রেট ১৪৬.৬৮!

৩) সৌম্য সরকার - ৪ ম্যাচে ৪ ইনিংসে ৮০ রান। সর্বোচ্চ ৪৮। গড় ২০। স্ট্রাইক রেট ১০১.২৬।

৪) সাকিব আল হাসান - ৪ ম্যাচে ৪ ইনিংসে ৫৬ রান। সর্বোচ্চ ৩২। গড় ১৪। স্ট্রাইক রেট ৮২.৩৫।

৫) মহম্মদ মিঠুন - ৪ ম্যাচে ৩ ইনিংসে ৪৮ রান। সর্বোচ্চ ৪৭। গড় ১৬। স্ট্রাইক রেট ১০৪.৩৪।

.