আজ বেঙ্গালুরুর বিরুদ্ধে গোল না খাওয়াই মূল লক্ষ্য এটিকের

আগের বছর এটিকের ঘরের মাঠে সুনীলরা জিতেছিল। কুয়াদ্রাত চাইছেন সেই জয়ের ধারা অব্যাহত রাখতে।

Updated By: Oct 31, 2018, 07:13 AM IST
আজ বেঙ্গালুরুর বিরুদ্ধে গোল না খাওয়াই মূল লক্ষ্য এটিকের
ছবি সৌজন্যে : টুইটার

নিজস্ব প্রতিবেদন : ঘরের মাঠে চেন্নাই বধের পর এবার এটিকের লক্ষ্য বেঙ্গালুরু। স্টিভ কপেলের দলের কাছে বুধবার যুবভারতীতে আরও একটা অগ্নি পরীক্ষা। চলতি মরশুমে আগের ম্যাচেই ঘরের মাঠে প্রথম জয়ের মুখ দেখেছে কলকাতা। পাশাপাশি দলের প্রধান স্ট্রাইকার গোলের দেখা পেয়েছেন। আজ সেই জয়ের ধারা অব্যাহত রাখতেই কালুদের সামনে সুনীল-মিকুরা।

আরও পড়ুন - এশিয়ান কাপে ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রীই

গত মরশুমে দু বারের সাক্ষাতেই বেঙ্গালুরুর কাছে হারতে হয়েছিল কলকাতাকে। কিন্তু এবার কী হবে? কী ভাবছেন এটিকে কোচ? কপেলের কথায় "আসলে ঘরের মাঠে জেতা খুব দরকার। ঘরের মাঠে সত্যি জয় পেতে সমস্যা হচ্ছিল। যাক! আমরা সে বাধা টপকে গিয়েছি। এবার এই জয়ের রাস্তা ধরে রাখতে চাই।" গত মরশুমে এটিকে-কে টেক্কা দিয়েছিল সুনীলরা। সেই দলের এক নির্ভরযোগ্য ফুটবলার জন জনসন এবার এটিকে-র সদস্য। আজ তিনিই যে হতে পারেন সুনীল-মিকুদের সামনে বড় বাধা। তাই কালু উচে, লাঞ্জাদের পাশাপাশি জনসনের দিকেও তাকিয়ে আছেন এটিকে কোচ। সুনীল কিংবা মিকু যে কতটা ভয়ঙ্কর সেটা জনসনের থেকে ভাল আর কে জানে। সুনীলদের বিরুদ্ধে ক্লিনশিট রাখাই মূল লক্ষ্য এটিকে-র ইংরেজ কোচের।

আরও পড়ুন - খলিলকে সতর্ক করল আইসিসি!

উল্টোদিকে বেঙ্গালুরু এবার দুরন্ত শুরু করেছে আইএসএলে। দলের প্রতেক্যেই ছন্দে রয়েছেন। তাই এটিকে রক্ষন কতটা ক্লিনশিট রাখতে পারবে সে তো সময় বলবে। কোচ বদল হলেও সুনীল-মিকুর গোলের খিদে যেন একই রয়ে গিয়েছে। আর এমন কথা মেনে নিয়েছেন খোদ কুয়াদ্রাত। তাঁর মতে, "হ্যাঁ, ওরা আগের বছরের মতোই ফর্মে রয়েছে। ওরা পুরোপুরি পেশাদার। তাই জানে কখন কি ভাবে খেলতে হয়।" আগের বছর এটিকের ঘরের মাঠে সুনীলরা জিতেছিল। কুয়াদ্রাত চাইছেন সেই জয়ের ধারা অব্যাহত রাখতে।

 

.