রঞ্জিতে ফের হার, আঁধারে বাংলার ক্রিকেট
কদিন পরেই ইডেনে শুরু হবে টেস্ট। তা নিয়ে বেশ সেজে উঠেছে স্টেডিয়াম চত্বর। এতে ইডেন যতই সুন্দর দেখাক, বাংলা ক্রিকেট কিন্তু আঁধারে। রঞ্জি ট্রফিতে আরও একটা ম্যাচ হেরে বাংলার বিদায় কার্যত নিশ্চিত। ইন্দোরে বাংলার দ্বিতীয় ইনিংস শেষ হল মাত্র ১৩৮ রানে! মনোজ তিওয়ারি, অশোক দিন্দার অনুপস্থিতটা কাজে লাগানোর দারুণ একটা সুযোগ ছিল বাংলার ক্রিকেটারদের কাছে, কিন্তু সেই সুযোগকে হাতছাড়া করে বাংলা ক্রিকেটে এল একরাশ হতাশা।
কদিন পরেই ইডেনে শুরু হবে টেস্ট। তা নিয়ে বেশ সেজে উঠেছে স্টেডিয়াম চত্বর। এতে ইডেন যতই সুন্দর দেখাক, বাংলা ক্রিকেট কিন্তু আঁধারে। রঞ্জি ট্রফিতে আরও একটা ম্যাচ হেরে বাংলার বিদায় কার্যত নিশ্চিত। ইন্দোরে বাংলার দ্বিতীয় ইনিংস শেষ হল মাত্র ১৩৮ রানে! মনোজ তিওয়ারি, অশোক দিন্দার অনুপস্থিতটা কাজে লাগানোর দারুণ একটা সুযোগ ছিল বাংলার ক্রিকেটারদের কাছে, কিন্তু সেই সুযোগকে হাতছাড়া করে বাংলা ক্রিকেটে এল একরাশ হতাশা।
রঞ্জি ট্রফিতে বাংলার হতশ্রী পারফরম্যান্স অব্যহত। ইন্দোরে মধ্যপ্রদেশের কাছে ১৩৮ রানে হেরে গেল রমণের দল। ম্যাচের চতুর্থ দিনের সকালে তিন উইকেটে একশো পঁয়ত্রিশ রান হাতে নিয়ে খেলতে নামে মধ্যপ্রদেশ। তৃতীয় দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান অঙ্কিত শর্মা তিয়াত্তর ও বিড়লা ৭৪ রানে আউট হতেই মধ্যপ্রদেশ ইনিংসে ধস নামে। ২৩৩ রানে মধ্যপ্রদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয়। জয়ের জন্য বাংলার টার্গেট দাঁড়ায় ২৭৭। কিন্তু প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও ঈশ্বর পান্ডের অনবদ্য বোলিংয়ের সামনে গুঁড়িয়ে যায় বাংলার যাবতীয় প্রতিরোধ। ১৩৮ রানে শেষ হয়ে যায় বাংলার দ্বিতীয় ইনিংস। ঈশ্বর পান্ডে দুই ইনিংসেই পাঁচটি করে উইকেট পেয়েছেন। ম্যাচ থেকে মধ্যপ্রদেশ ছয় পয়েন্ট পেল। এর আগে রঞ্জিতে পঞ্জাবের কাছে হেরেছিল বাংলা।