Karate: বিশ্বমঞ্চে হাওড়ার মেয়ের অনন্য কৃতিত্ব! জানলে গর্ব হবে বাঙালিদের

অংশগ্রহণকারী ২০টি দেশের ১২৮ জন প্রতিযোগীর মধ্যে থেকে তৃতীয় স্থানে শেষ করে ঐশ্বর্যের গলায় উঠেছে ব্রোঞ্জ পদক। বাংলার মেয়ে সাফল্য সহজে আসেনি। শক্তিশালী অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নাইজেরিয়া এবং কানাডার মতো দেশের প্রতিযোগীদের একাধিক রাউন্ডে ঘোল খাইয়েছেন ঐশ্বর্য। 

Updated By: Sep 18, 2022, 05:39 PM IST
Karate: বিশ্বমঞ্চে হাওড়ার মেয়ের অনন্য কৃতিত্ব! জানলে গর্ব হবে বাঙালিদের
ঐশ্বর্য মান্না জিতলেন ব্রোঞ্জ

দেবব্রত ঘোষ: বার্মিংহ্যামে অনুষ্ঠিত দশম কমনওয়েলথ কারাটে চ্যাম্পিয়নশিপে (Commonwealth Karate Championships 2022) বাংলা তথা দেশের মুখ উজ্জ্বল করলেন হাওড়ার মেয়ে ঐশ্বর্য মান্না (Aishraya Manna)। অংশগ্রহণকারী ২০টি দেশের ১২৮ জন প্রতিযোগীর মধ্যে থেকে তৃতীয় স্থানে শেষ করে  ঐশ্বর্যের গলায় উঠেছে ব্রোঞ্জ পদক। বাংলার মেয়ে সাফল্য সহজে আসেনি। শক্তিশালী অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নাইজেরিয়া এবং কানাডার মতো দেশের প্রতিযোগীদের একাধিক রাউন্ডে ঘোল খাইয়েছেন ঐশ্বর্য।

হাওড়া ডুমুরজলা এলাকার কলাবাগান লেনের বাসিন্দা ঐশ্বর্য। গতকালই ব্রিটেন থেকে দেশে ফিরেছেন তিনি। স্বভাবতই খুশি ঐশ্বর্যের পরিবারের সবাই। বাবা চঞ্চল মান্না জানিয়েছেন যে, পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের আত্মরক্ষায় মার্শাল আর্ট শেখানোর নির্দেশ দিয়েছিলেন স্কুলগুলিতে। ঐশ্বর্য তখন ছিলেন ষষ্ঠ শ্রেণিতে। সেই সময় থেকেই স্কুলে কারাটে শেখার শুরু তাঁর।তারপর আরও ভালো কোচিংয়েই সাফল্য আসতে থাকে ঐশ্বর্যর। দু'বছর আগে  হায়দরাবাদে গিয়ে প্রশিক্ষণ নিতে শুরু করেন ঐশ্বর্য। রাজ্য ও জাতীয় স্তরের প্রতিযোগিতায় তাঁর দু'টি স্বর্ণপদক রয়েছে। বার্মিংহ্যামে সাফল্যের পর এই প্রথম আন্তর্জাতিক স্তরে অনূর্ধ্ব-২১ বয়স ভিত্তিক প্রতিযোগিতায় পদক এল তাঁর। তবে অনুশীলনে হয়তো কিছু খামতি ছিল বলেই কাঙ্খিত সোনা আসেনি বলেই মত ঐশ্বর্যর। সেই খামতি কাটিয়েই জাকার্তায় আসন্ন বিশ্বচ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে সোনা জিততে মরিয়া বঙ্গতনয়া। ইতিমধ্যে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তিনি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.