BENGAL vs DELHI | Santosh Trophy 2023: 'এরপরেও ভারতীয় ফুটবলে উন্নতি হবে!' কোচ বিশ্বজিৎ বেজায় ক্ষুব্ধ ম্যাচের পর

BENGAL vs DELHI  | Santosh Trophy 2023: দিল্লির সঙ্গে ২-২ ড্র করল বাংলা। ম্যাচের পর বাংলার কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য প্রশ্ন তুললেন এই গরমে খেলা নিয়ে। তাঁর বক্তব্য যারা টুর্নামেন্ট আয়োজন করছেন, তাঁদের বিষয়টি ভাবা উচিত, এভাবে ভারতীয় ফুটবলের উন্নতি হয় না বলেই মত বঙ্গ কোচের

Updated By: Feb 11, 2023, 03:23 PM IST
 BENGAL vs DELHI  | Santosh Trophy 2023: 'এরপরেও ভারতীয় ফুটবলে উন্নতি হবে!' কোচ বিশ্বজিৎ বেজায় ক্ষুব্ধ ম্যাচের পর
ছবি সৌজন্যে-আইএফএ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভুবনেশ্বরে সন্তোষ ট্রফির (Santosh Trophy 2023) মূল পর্ব শুরু করল বাংলা। প্রাথমিক পর্বে অপ্রতিরোধ্য বিশ্বজিৎ ভট্টাচার্যের (Biswajit Bhattacharya) শিষ্যরা, শনিবার সকাল ন'টায় দিল্লির (BENGAL vs DELHI ) বিরুদ্ধে খেলল ভুবনেশ্বরের ওএফএ সেভেন্থ ব্যাটেলিয়ন গ্রাউন্ডে। কোলাপুরে টানা পাঁচ ম্যাচ জিতে দিল্লির বিরুদ্ধে খেলতে নেমে ২-২ ড্র করল নরহরি শ্রেষ্ঠারা। নরহরি একাই করেছেন জোড়া গোল। যদিও এই ম্যাচের আগে থেকেই বাংলা শিবিরে ক্ষোভ ছিল। কৃত্রিম ঘাসের মাঠে অনুশীলন করে খেলতে হল সবুজ ঘাসের মাঠে। ম্যাচের পর জি ২৪ ঘণ্টা ডিজিটাল কথা বলেছিল বঙ্গ কোচ  বিশ্বজিতের সঙ্গে। ভুবনেশ্বর থেকে ফোনে তিনি একাধিক ইস্যু তুলে ধরলেন। 

প্রশ্ন: এই কৃত্রিম ঘাসের মাঠে অনুশীলন করে খেলতে হল সবুজ ঘাসের মাঠে! কী বলবেন? পারফরম্যান্সে কী প্রভাব পড়ল?
বিশ্বজিৎ: দেখুন এমন একটা জায়গায় এসেছি যে, এটা হতেই পারে। কঠিন একটা প্রতিযোগিতায় আমরা। আজ গোল মিস করেছি। তবে মনে হয় ছেলেরা পরের ম্য়াচে সার্ভিসেসের বিরুদ্ধে ভালো খেলবে ও ভালো ফল করবে। 

প্রশ্ন: দিল্লি একেবারে অচেনা প্রতিপক্ষ ছিল। তবুও ম্যাচটা কি জেতা উচিত ছিল?
বিশ্বজিৎ: দিল্লি অচেনা প্রতিপক্ষ হলেও, আমাদের জেতা উচিত ছিল। আমরা অনেক সুযোগ নষ্ট করেছি। আমরা আরেকটু সংঘবদ্ধ হয়ে খেলতে পারলে, জিতলেও জিততে পারতাম। কিন্তু ভগবান রয়েছে। যা হয়েছে তা নিয়ে বলার নেই। আমাদের ছেলেরা খুবই সিরিয়াস। ওরা ভালো ফল করবেই করবে। 

প্রশ্ন: ভুবনেশ্বরের এই গরমে সকাল বেলা খেলতে হচ্ছে, ওয়েদার কত'টা ফ্যাক্টর?
বিশ্বজিৎ: ভুবনেশ্বরে ষথেষ্ট গরম রয়েছে। সমস্য়া হচ্ছেই। আমরা আশা করিনি যে, এরকম সময়ে খেলা হবে বা খেলা দেবে। যারা টুর্নামেন্ট আয়োজন করছে তাদের এটা বোঝা উচিত যে, এই রোদের তাপে সকাল সাড়ে আটটা, সাড়ে ন'টা বা সাড়ে এগারোটায় খেলা অত্যন্ত কঠিন। স্করচিং সানে খেলা খুব কঠিন। সানসেটের পর বিকালে খেলা যেতে পারে। এরপরেও চাইবে ভালো রেজাল্ট করতে। ভারতীয় ফুটবলের উন্নতি কী করে হবে আমি তো বুঝতে পারছি না, ! একদিনে তিনটে করে খেলা একটা মাঠে। তবে মাঠটা ভালো। এটাই বলব। এখন দেখার বাংলার এই প্রকৃতির সঙ্গে লড়াই করে শেষ হাসি হাসতে পারে কিনা! 

সন্তোষে বাংলার সূচি

১১/০২/২৩: বাংলা বনাম দিল্লি, সকাল ৯টা

১৩/০২/২৩: বাংলা বনাম সার্ভিসেস, সকাল ৯টা

১৫/০২/২৩: বাংলা বনাম মনিপুর, সন্ধ্যা ৭:৩০

১৮/০২/২৩: বাংলা বনাম রেলওয়ে, দুপুর ৩টা

২০/০২/২৩: বাংলা বনাম মেঘালয়, সময় পরে জানানো হবে

(এই গ্রুপ থেকে দুটি দল সেমি ফাইনালে কোয়ালিফাই করবে)

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.