দোলের আগেই রংয়ের খেলায় মাতল বাংলার ক্রিকেটাররা

দোলের দিন বাংলা ক্রিকেটারদের ছুটি। তাই একদিন আগেই রংয়ের খেলায় মাতলেন মনোজ, সুদীপরা। ইন্ডোরে অনুশীলন শেষ করেই আবির নিয়ে রং খেলায় মাতল বাহুতুলে ব্রিগেড। দোলের আগের দিনই রংয়ের উত্সব বাংলা শিবিরে। শনিবার ইডেনে বিজয় হাজারে ট্রফির মূলপর্বের প্রস্তুতির শেষ দিন ছিল। ইন্ডোরে অনুশীলন শেষ করেই আবির নিয়ে রং খেলায় মাতলেন মনোজ-বাহুতুলেরা। পিছিয়ে ছিলেন না সুদীপ,পঙ্কজ,অনুষ্টুপরাও।

Updated By: Mar 11, 2017, 11:26 PM IST
দোলের আগেই রংয়ের খেলায় মাতল বাংলার ক্রিকেটাররা
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : দোলের দিন বাংলা ক্রিকেটারদের ছুটি। তাই একদিন আগেই রংয়ের খেলায় মাতলেন মনোজ, সুদীপরা। ইন্ডোরে অনুশীলন শেষ করেই আবির নিয়ে রং খেলায় মাতল বাহুতুলে ব্রিগেড। দোলের আগের দিনই রংয়ের উত্সব বাংলা শিবিরে। শনিবার ইডেনে বিজয় হাজারে ট্রফির মূলপর্বের প্রস্তুতির শেষ দিন ছিল। ইন্ডোরে অনুশীলন শেষ করেই আবির নিয়ে রং খেলায় মাতলেন মনোজ-বাহুতুলেরা। পিছিয়ে ছিলেন না সুদীপ,পঙ্কজ,অনুষ্টুপরাও।

আরও পড়ুন- বিরাট কোহলিকে পশুদের সঙ্গে তুলনা করল অস্ট্রেলিয় মিডিয়া

রবিবার দোল। তাই বাংলা ক্রিকেটারদের ছুটি দেওয়া হয়েছে। সেকারনে শনিবারই দোলে মাতলেন বাংলার ক্রিকেটাররা। আসলে বিজয় হাজারে ট্রফির প্রাথমিক পর্বে দল যথেষ্ট ভাল খেলেছে। টানা পাঁচ ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। তাই আত্মবিশ্বাসী মনোজরা শহর ছাড়ার আগে নিজেদের একটু হালকা করতে রংয়ের উত্সবকেই বেছে নিলেন। সোমবার হোলির  দিন দুপুরে বাংলা দল দিল্লি উড়ে যাবে বিজয় হাজারে ট্রফি খেলতে।

.