দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন Arun lal! কিন্তু কেন?
দিল্লির হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে শুরু করলেও, পরে কলকাতায় চলে আসেন। বাংলার হয়ে রঞ্জি খেলেছেন।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2021/09/24/347315-sabya.jpg?itok=QispSdU3)
![দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন Arun lal! কিন্তু কেন? দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন Arun lal! কিন্তু কেন?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/04/21/373164-arunlal.jpg)
নিজস্ব প্রতিবেদন: ফের একবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অরুণ লাল। আগামী ২ মে বিয়ে করতে চলেছেন বাংলার বর্তমান কোচ। পাত্রী বুলবুল সাহা। তিনি অরুণ লালের দীর্ঘদিনের বান্ধবী। কলকাতাতেই হবে বিয়ের অনুষ্ঠান।
কিন্তু ক্যানসারকে হারিয়ে দেওয়া ভারতের প্রাক্তন ওপেনার ফের বিয়ে করবেন? ৬৬ বছর বয়সে এসে তিনি কেন এমন সিদ্ধান্ত নিলেন? আসলে অরুণ লালের প্রথম স্ত্রী রীনা অসুস্থ। তাঁর অসুস্থতার কথা জানেন বুলবুল। শোনা যাচ্ছে রীনা দেবীর শুশ্রূষাও করবেন তিনি। তবে অরুণ লাল নিজের বিয়ের প্রসঙ্গে মুখ খুলতে রাজি হননি।
দিল্লির হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে শুরু করলেও, পরে কলকাতায় চলে আসেন। বাংলা দলের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন মানসিক কাঠিন্য। তাঁর উপস্থিতি বদলে দিয়েছিল গোটা দলের চরিত্র। ১৯৮৯-৯০ মরশুমের রঞ্জি জয়ী বাংলা দলের সদস্য ছিলেন তিনি। দিল্লির বিরুদ্ধে ফাইনালে ৫২ রানে অপরাজিত ছিলেন তিনি। মুম্বইয়ের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে তাঁর ১৮৯ রানের ইনিংস নিয়ে এখনও ময়দানে আলোচনা হয়।
এহেন 'ফাইটার লাল' আগামী ২ মে ফের একটা নতুন ইনিংস শুরু করবেন। ২০১৬ সালে চোয়ালের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু হার মানেননি। মারণরোগকে হার মানিয়ে আবার মাঠে ফিরে এসেছেন। আর এ বার নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি।
আরও পড়ুন: IPL 2022, CSKvsMI: সহজ স্টাম্প মিস করলেন MS Dhoni, জোড়া ক্যাচ ফেললেন Ravindra Jadeja, ভিডিও ভাইরাল
আরও পড়ুন: Rohit Sharma, IPL 2022: ফের ব্যর্থ হয়ে কোন লজ্জার নজির গড়লেন 'হিটম্যান'? জানতে পড়ুন