Watch, Ben Stokes, AUS vs ENG: ইংরেজদের সিরিজ জয়ের ম্যাচে অবিশ্বাস্য ফিল্ডিংয়ে চর্চায় স্টোকস

এক ম্য়াচ হাতে রেখেই ইংল্যান্ড তিন ম্যাচের টি-২০ সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এদিন দুরন্ত ফিল্ডিংয়ে ঝলসালেন বেন স্টোকস।

Updated By: Oct 12, 2022, 08:30 PM IST
Watch, Ben Stokes, AUS vs ENG: ইংরেজদের সিরিজ জয়ের ম্যাচে অবিশ্বাস্য ফিল্ডিংয়ে চর্চায় স্টোকস
অবিশ্বাস্য ফিল্ডিং স্টোকসের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2022) আগে শেষ মুহূর্তের প্র্যাকটিস সেরে নিচ্ছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড (England tour of Australia)। অস্ট্রেলিয়ার ঘরের মাঠে সাদা বলের ক্রিকেটে মুখোমুখি দুই দেশ। তিন ম্যাচের টি-২০ ও সমসংখ্যক ম্য়াচের ওয়ানডে সিরিজ রয়েছে। মঙ্গলবার ক্যানবেরার মানুকা ওভালে (Manuka Oval, Canberra) ইংল্যান্ড ৮ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল। এর সঙ্গেই এক ম্যাচ হাতে রেখে ইংরেজরা টি-২০ সিরিজ পকেটে পুরে ফেলল। গত রবিবার পারথে প্রথম ম্যাচ ইংল্যান্ড জিতেছিল সেই ৮ রানেই। এদিন মানুকা ওভালে অবিশ্বাস্য ফিল্ডিং করে চর্চায় এলেন বেন স্টোকস (Ben Stokes)। স্টোকস প্রায় এক বছর পর দেশের জার্সিতে টি-২০ খেলছেন। লাল বলের ক্রিকেটকে প্রাধান্য দেবেন বলেই সন্ন্যাস নিয়েছেন ওয়ানডে ক্রিকেট থেকে।

আরও পড়ুন: ICC T20 World Cup 2022: চোট ছাড়া অন্য কারণে জন্য মহা কাপযুদ্ধ থেকে ছিটকে গিয়েছেন এই তারকা ক্রিকেটাররা, ছবিতে দেখে নিন

পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা

এদিন অস্ট্রেলিয়ার ইনিংসে ১২ নম্বর ওভারের ঘটনা। বল করতে এসেছিলেন স্যাম কারান। তাঁর প্রথম বলই মিচেল মার্শ লং-অফের ওপর দিয়ে তুলে দেন। প্রায় অবধারিত ছক্কা একা হাতে রুখে দেন স্টোকস। তাঁর অ্যাক্রোব্যাটিক ফিল্ডিং দেখে নেটিজেনরা থ হয়ে গিয়েছেন। ফের একবার স্টোকস প্রমাণ করে দিলেন যে, তিনি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের পাশাপাশি অসাধারণ ফিল্ডারও বটে। এদিন টস হেরে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে। ৪৯ বলে ৮২ রানের মারকুটে ইনিংস ডেভিড মালান। ২৭ বলে ৪৪ রান আসে মঈন আলির ব্যাট থেকে। অজিদের সর্বোচ্চ উইকেট শিকারি মার্কাস স্টোইনিস। তুলে নেন তিন উইকেট। ইংল্যান্ডের রান তাড়া করতে নেমে অজিরা ১৭০ রানে গুটিয়ে যায়। জস বাটলারের দলের বিরুদ্ধে অ্যারন ফিঞ্চদের হয়ে লড়াই করেন মিচেল মার্শ (২৯ বলে ৪৫) ও টিম ডেভিড (২৩ বলে ৪০)। কিন্তু তাঁদের লড়াই কাজে আসেনি। আগামী শুক্রবার এই মাঠে বাটলার-ফিঞ্চদের চলতি তিন ম্যাচের সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচ। ইংল্যান্ড হোয়াইওয়াশের লক্ষ্যেই মাঠে নামবে। আগামী ১৭ নভেম্বর অ্যাডিলেডে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.