এডেন হ্যাজার্ডের চোট, চিন্তায় বেলজিয়াম শিবির

নিজস্ব প্রতিবেদন :   রাশিয়া উড়ে যাওয়ার আগে কোস্টা রিকার বিরুদ্ধে শেষ প্রস্তুতি ম্যাচে জয়ে যেমন স্বস্তি বেলজিয়াম শিবিরে। ঠিক তেমনই এডেন হ্যাজার্ডের চোট অস্বস্তি বাড়িয়েছে কোচ রবের্তো মার্টিনেজের।

আরও পড়ুন- বিশ্বকাপ শুরুর আগে বড় জয় বেলজিয়ামের, জোড়া গোল লুকাকুর

ভিনসেন্ট কোম্পানির চোট এমনিতেই চিন্তায় রেখেছে বেলজিয়াম কোচ মার্টিনেজকে। রাশিয়ায় বিশ্বকাপে কোম্পানিকে পাওয়া যাবে কি না তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এরই মাঝে কোস্টা রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ৭০ মিনিটে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন দলের স্ট্রাইকার এডেন হ্যাজার্ড। এ মরসুমে দুরন্ত ফর্মে থাকা চেলসি স্ট্রাইকার কি তবে অনিশ্চিত বিশ্বকাপে?

আরও পড়ুন- বিশ্বকাপের আগে মেট্রো স্টেশনে ফুটবল আয়োজন করে চমক রাশিয়ার

থাই মাসেলে চোট পেয়েছেন হ্যাজার্ড। যদিও কোচ মার্টিনেজ ম্যাচ শেষে জানান, "চিন্তার কিছু নেই! এডেন ভালো আছে।" কোচ মার্টিনেজ মুখে যাই বলুন না কেন, যেভাবে সোমবার হ্যাডার্জ মাঠ ছাড়েন তাতে কোম্পানির পর কিন্তু এবার তাঁকে নিয়েও অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হচ্ছে বেলজিয়াম শিবিরে।  

English Title: 
Belgium handed scare as Eden Hazard limps off injured in England opponents' final World Cup warm-up friendly
News Source: 
Home Title: 

এডেন হ্যাজার্ডের চোট, চিন্তায় বেলজিয়াম শিবির

এডেন হ্যাজার্ডের চোট, চিন্তায় বেলজিয়াম শিবির
Yes
Is Blog?: 
No
Section: