লেবাননের বেইরুটে বিস্ফোরণ, প্রার্থনায় বিরাট-যুবি-মিতালি-সিন্ধুরা
বেইরুটে বিস্ফোরণের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার লেবাননের রাজধানী বেইরুটে ভয়বহ বিস্ফোরণে প্রাণ হারান প্রায় ৭৮জন। আহত প্রায় ৪ হাজার মানুষ। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে বেইরুটে বিস্ফোরণের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের তারকা ক্রিকেটাররা।
Heartbreaking and shocking. My thoughts and prayers are with the people of Lebanon.
— Virat Kohli (@imVkohli) August 5, 2020
ভারত অধিনায়ক বিরাট কোহলি লিখেছেন, "হৃদয়বিদারক এবং মর্মস্পর্শী। লেবাননের মানুষের জন্য প্রার্থনা করছি।"
Devastating and heartbreaking visuals from #Beirut. Can’t even fathom what the locals would have witnessed and gone through. I pray for those who lost their lives and for the injured. 2020 has really brought us to our knees. Our world needs healing
— Yuvraj Singh (@YUVSTRONG12) August 4, 2020
যুবরাজ সিং লিখলেন, " বেইরুটের ধ্বংসাত্মক এবং বীভত্স ভিজ্যুয়াল। স্থানীয়রা কী ছবি প্রত্যক্ষ করেছে জানা নেই..যাঁরা প্রাণ হারিয়েছেন এবং আহতদের জন্য আমি প্রার্থনা করছি। ২০২০ সাল সত্যিই আমাদের কোথায় নামাচ্ছে। আমাদের বিশ্বের নিরাময় প্রয়োজন । "
Praying for the people of Beirut. My condolences to the families who lost their loved ones.
— Kuldeep yadav (@imkuldeep18) August 5, 2020
My thoughts and prayers are with the people who have been effected by the massive explosion in Lebanon. #ThoughtsWithLebanon
— Mayank Agarwal (@mayankcricket) August 5, 2020
Loss of life is always tragic. My deepest condolences. Praying for the people of Lebanon
— Ravindrasinh jadeja (@imjadeja) August 5, 2020
কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মায়াঙ্ক আগরওয়ালরা টুইটে বেইরুটের মানুষদের জন্য প্রার্থনা করেছেন ।
Horrific !! https://t.co/LPH0SWQhLN
— Mithali Raj (@M_Raj03) August 5, 2020
মিতালি রাজ একটি মাত্র শব্দে বুঝিয়ে দিলেন তিনি কতটা ব্যথিত।
BEIRUT . My prayers to all the people and families
— Pvsindhu (@Pvsindhu1) August 5, 2020
শাটলার পিভি সিন্ধু লিখলেন, "বেইরুট হার্টব্রোকেন, সমস্ত মানুষ এবং পরিবারের প্রতি আমার প্রার্থনা।"
আরও পড়ুন - এবার টেস্টেও ফিল্ড আম্পায়ারদের থেকে নো-বল ডাকার দায়িত্ব কেড়ে নেওয়া হল!