ভারতীয় ক্রিকেটের রোডম্যাপ ঠিক করতে বুধবারই সৌরভ-দ্রাবিড় সাক্ষাত্

ধবারের বৈঠকে শুধুমাত্র সৌরভ-দ্রাবিড় নন, থাকবেন বোর্ডের নতুন কমিটির সদস্যরা।

Updated By: Oct 29, 2019, 05:21 PM IST
ভারতীয় ক্রিকেটের রোডম্যাপ ঠিক করতে বুধবারই সৌরভ-দ্রাবিড় সাক্ষাত্

নিজস্ব প্রতিবেদন : ২৩ অক্টোবর আনুষ্ঠানিক ভাবে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন সৌরভ গাঙ্গুলি। বোর্ড সভাপতির চেয়ারে বসেই পরের দিন ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে আলোচনায় বসেন সৌরভ গাঙ্গুলি। মুম্বইয়ে হাইপ্রোফাইল বৈঠকে ছিলেন কোহলির ডেপুটি রোহিত শর্মাও। ছিলেন বোর্ড সচিব জয় শাহও। এবার ভারতীয় ক্রিকেটের রোডম্যাপ ঠিক করতে বুধবারই বেঙ্গালুরুতে এনসিএ-র প্রধান রাহুল দ্রাবিড়ের সঙ্গে বৈঠকে বসতে চলেছে সৌরভ গাঙ্গুলি।

এক সঙ্গে ক্রিকেট খেলেছেন দু জনেই। দেশকে বহু স্মরণীয় ম্যাচও উপহার দিয়েছেন। এবার ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত্ ঠিক করতে আবার একজোট হতে চলেছেন সৌরভ গাঙ্গুলি-রাহুল দ্রাবিড়। বোর্ড প্রেসিডেন্ট ও এনএসিএ প্রধানের বৈঠক হবে বুধবার বেঙ্গালুরুতে। জুলাই মাসেই এনসিএ-র দায়িত্ব নেন ভারতীয় এ তথা অনূর্ধ্ব ১৯ দলের কোচ রাহুল দ্রাবিড়। জুনিয়র ক্রিকেটারদের নিয়ে কাজ করছেন দ্রাবিড় তাই তাঁর ভাবনা খুব জরুরি ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের রূপরেখা তৈরিতে বড় ভূমিকা নেবে। একই সঙ্গে সৌরভ কিছু পরামর্শও দেবেন।     

আরও পড়ুন - ম্যাচ গড়াপেটার প্রস্তাব গোপন রাখার অভিযোগে ১৮ মাস নির্বাসিত হতে পারেন সাকিব!

বুধবারের বৈঠকে শুধুমাত্র সৌরভ-দ্রাবিড় নন, থাকবেন বোর্ডের নতুন কমিটির সদস্যরা। থাকবেন এনসিএ-র সিইও। এক বোর্ড কর্তার কথায়, সৌরভ-দ্রাবিড় আলোচনায় বসে ঠিক করবেন কী ভাবে এনসিএ-কে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়।

.