আরবে 'মিনি আইপিএল' !

Updated By: Jun 29, 2017, 11:45 AM IST
আরবে 'মিনি আইপিএল' !

ওয়েব ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জনপ্রিয়তাকে মাথায় রেখেই এবার আরব আমির শাহীতে (UAE) 'মিনি আইপিএল' করার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড, জানালেন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল। "বিদেশের মাটিতে মিনি আইপিএল আয়োজন করার কথা ভাবা হচ্ছে। বিগত সময়ে আমরা বিদেশের মাটিতেই চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির আয়োজন করেছি, সেই স্লট তো এখন ফাঁকাই আছে। ওই শূণ্য স্থানেই মিনি আইপিএল করার কথা ভাবছি আমরা", এই কথাই জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান। দুবাইকে ভেনু করার প্রসঙ্গে রাজীব শুক্ল বলেন,"আয়োজকদের জন্য সব থেকে পছন্দের গন্তব্যই হল দুবাই"। উল্লেখ্য, ২০১৪ সালে ভারতে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে ভারতে আইপিএল করায়নি বোর্ড, টুর্নামেন্ট হয়েছিল দুবাইতেই। 

আগামী দশ বছরের পরিকল্পনা নিয়ে বলতে গিয়ে রাজীব শুক্ল বলেন, "আগামী দশ বছর আমাদের কাছে সবথেকে আকর্ষক হতে চলেছে। আমরা ইতিমধ্যেই রেভেনিউ শেয়ারিং মডেলে বদল আনার কথা ভেবেছি। ব্রডকাস্টারদের জন্য আলাদা টেন্ডারও হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আগামী জুলাই মাসেই সেই টেন্ডার ডাকার কথা ভাবছে বোর্ড।" এখানেই শেষ নয়, আইপিএলের পরবর্তী পরিকল্পনা নিয়ে বলতে গিয়ে চেয়ারম্যান রাজীব শুক্ল জানান, "এখনও পর্যন্ত আমরা ৮টি দল নিয়েই আইপিএল আয়োজন করেছি, এরপর যদি দশ দল নিয়ে আইপিএল হয় তাহলে অন্তত ৮৪টি ম্যাচ আমরা খেলাবই"।

.