বিসিসিআই প্রেসিডেন্ট পদে সৌরভের মেয়াদ বাড়াতে প্রস্তাব গৃহীত হল বার্ষিক সাধারণ সভায়

বর্তমান বিধি অনুসারে কেউ ৬ বছরের বেশি বিসিসিআই সভাপতি পদে থাকতে পারবেন না। একই পদ হোক বা একাধিক, মোট ৬ বছর পদে থাকলে ৩ বছরের জন্য যাবতীয় পদের বাইরে থাকতে হবে তাকে।

Updated By: Dec 1, 2019, 05:55 PM IST
বিসিসিআই প্রেসিডেন্ট পদে সৌরভের মেয়াদ বাড়াতে প্রস্তাব গৃহীত হল বার্ষিক সাধারণ সভায়

নিজস্ব প্রতিবেদন: আগামী ৬ বছরের জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিসিসিআই-এর সভাপতির পদে রাখতে প্রস্তাব গৃহীত হল বোর্ডের বার্ষিক সাধারণ সভায়। রবিবার বিসিসিআইয়ের ৮৮তম বার্ষিক সাধারণ সভায় বিসিসিআইয়ের সংবিধান সংশোধনের প্রস্তাব গৃহীত হয়েছে। বোর্ডের সিদ্ধান্ত সুপ্রিম কোর্টকে জানানো হবে। আদালতের অনুমতি মিললে ২০২৪ সাল পর্যন্ত বোর্ড প্রেসিডেন্ট থাকতে পারবেন সৌরভ। 

বর্তমান বিধি অনুসারে কেউ ৬ বছরের বেশি বিসিসিআই সভাপতি পদে থাকতে পারবেন না। একই পদ হোক বা একাধিক, মোট ৬ বছর পদে থাকলে ৩ বছরের জন্য যাবতীয় পদের বাইরে থাকতে হবে তাকে। সেই হিসেব মতো বিসিসিআই সভাপতি পদে ১০ মাস অতিক্রন্ত হলেই পদ ছাড়তে হবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। 

নভেম্বরে বাড়ল জিএসটি সংগ্রহের পরিমাণ, ছাড়াল ১ লক্ষ কোটি টাকা

রবিবারের বার্ষিক সাধারণ সভায় গৃহীত প্রস্তাব অনুসারে পৃথক ভাবে প্রতিটি পদে আসীন থাকার সীমা ৬ বছর করা হোক। সেই হিসেব মতো কেউ কোনও রাজ্য ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট থাকাকালীন বোর্ড প্রেসিডেন্ট নির্বাচিত হলে রাজ্য ক্রিটেক সংস্থায় ক্ষমতাসীন থাকার মেয়াদ গ্রাহ্য হবে না। কিন্তু প্রস্তাবে সুপ্রিম কোর্টের সম্মতি না মিললে গ্রাহ্য হবে না। 

বিশেষজ্ঞরা বলছেন, বোর্ডের প্রস্তাবে আদালত সম্মতি জানালে ২০২৪ সাল পর্যন্ত বিসিসিআই প্রেসিডেন্ট থাকতে পারবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।   

.