ভারতীয় দলের কোচ হতে চেয়ে আবেদন করেছেন ৫৭ জন!

ভারতীয় দলের কোচ হওয়ার জন্য কতগুলো আবেদনপত্র জমা পড়েছে জানেন? ৫৭ জনের! এই খবরই জানানো হয়েছে বিসিসিআইয়ের পক্ষ থেকে। এই তালিকায় রয়েছেন প্রভীন আমরে, ভেঙ্কটেশ প্রসাদ, বলবিন্দর সিং সান্ধু, সুরেন্দ্র ভাবে এবং ঋষিকেশ কানিতকরের মতো নাম।

Updated By: Jun 13, 2016, 07:13 PM IST
ভারতীয় দলের কোচ হতে চেয়ে আবেদন করেছেন ৫৭ জন!

ওয়েব ডেস্ক: ভারতীয় দলের কোচ হওয়ার জন্য কতগুলো আবেদনপত্র জমা পড়েছে জানেন? ৫৭ জনের! এই খবরই জানানো হয়েছে বিসিসিআইয়ের পক্ষ থেকে। এই তালিকায় রয়েছেন প্রভীন আমরে, ভেঙ্কটেশ প্রসাদ, বলবিন্দর সিং সান্ধু, সুরেন্দ্র ভাবে এবং ঋষিকেশ কানিতকরের মতো নাম।

এই মুহূর্তে ভারতীয় দল রয়েছে জিম্বাবোয়েতে। সেখানে কোচ হয়ে গিয়েছেন সঞ্জয় বাঙ্গার। শোনা যাচ্ছে এই ৫৭ জনের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ান প্রাক্তন ফাস্ট বোলার জেসন গিলেসপিও! শুধু গিলেসপিই নন, আর এক প্রাক্তন অজি ক্রিকেটার স্টুয়ার্ট ল-ও নাকি চেয়েছেন ভারতীয় দলের কোচ হতে। প্রসঙ্গত, তিনি আবার বাংলাদেশের কোচও ছিলেন। আপাতত এই ৫৭ জনের মধ্যে থেকে কোচের পদের জন্য একজনকে বেঁছে নেওয়া হবে জুলাইতে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য।

.