ফের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ, অনবদ্য গোলে দলকে ট্রফি কিমিচের
সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল বায়ার্ন মিউনিখ। রুদ্ধশ্বাস ম্যাচে কিমিচের অনবদ্য গোলেই ফের চ্যাম্পিয়ন জার্মান জায়ান্টরা।
নিজস্ব প্রতিনিধি: এবছরটা বেশ ভালোই যাচ্ছে বায়ার্ন মিউনিখের। এবার জার্মান সুপার কাপ জিতল বায়ার্ন মিউনিখ। চলতি বছরে ৫টি শিরোপা জুড়ল বায়ার্নের মুকুটে। সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল বায়ার্ন মিউনিখ। রুদ্ধশ্বাস ম্যাচে কিমিচের অনবদ্য গোলেই ফের চ্যাম্পিয়ন জার্মান জায়ান্টরা।
আরও পড়ুন- IPL 2020: এবার বিতর্কে জড়ালেন রবিন উথাপ্পা
ম্যাচের প্রথমার্ধে ১৮ মিনিটের মাথাতেই এগিয়ে যায় বায়ার্ন। তোলিসোর গোল করে এগিয়ে দেন জার্মান জায়ান্টদের। ৩২ মিনিটে হেডে গোল করে বায়ার্নের হয়ে ব্যবধান ২-০ করেন থমাস মুলার। তবে ০-২ গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানোর লড়াই চালায় বরুশিয়া ডর্টমুন্ড। ৩৯ মিনিটে জুলিয়ান ব্র্যান্ডের গোলে ব্যবধান কমায় বরুশিয়া ডর্টমুন্ড। ২-১ গোলে এগিয়ে থেকেই লকার রুমে যান ন্যুয়ের, মুলাররা।
আরও পড়ুন- IPL 2020: মাভি, নাগারকোটিদের প্রশংসায় দীনেশ কার্তিক
বিরতির পর ফের খেলায় ফেরে বরুশিয়া ডর্টমুন্ড। খেলার ৫৫ মিনিটে নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ড গোল করে ডর্টমুন্ডকে সমতায় ফেরান। ০-২ গোলে পিছিয়ে পড়েও ম্যাচ ২-২ করে ফাইনাল জমিয়ে দেয় বরুশিয়া ডর্টমুন্ড। এরপর ম্যাচে এগিয়ে যাওয়ারও সুযোগ পেয়েছিল বরুশিয়া। আর্লিংয়ের গোলমুখী শট রুখে দলকে নিশ্চিত পতনের হাত থেকে বাঁচান বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ের। হাড্ডাহাড্ডি ম্যাচে শেষ হাসি হাসে বায়ার্নই। ৮২ মিনিটে বায়ার্নের হয়ে জয়সূচক গোল করে ম্যাচের নায়ক বনে যান জার্মান মিডফিল্ডার কিমিচ। বরুশিয়ার বক্সে পড়ে গিয়েও সেই অবস্থাতেই বল গোলে ঠেলে দিয়ে দলকে ট্রফি এনে দেন কিমিচ। তার এই অনবদ্য গোলকে কুর্নিশ জানিয়েছেন বায়ার্নের দলনায়ক ম্যানুয়েল ন্যুয়ের। চলতি বছরে সুপার কাপ ছাড়াও বুন্দেশলিগা, চ্যাম্পিয়ন্স লিগ, জার্মান কাপ এবং ইউরোপিয়ান সুপার কাপ জিতেছে বায়ার্ন মিউনিখ।