Oliver Kahn: বুন্দেসলিগা জয়ের পরেই বায়ার্নের চাকরি খোয়ালেন অলিভার কান, কিন্তু কেন?
কিছু দিন আগে কোচ পরিবর্তন করেছিল বায়ার্ন। জুলিয়ান নাগেলসম্যানের বদলে কোচ করা হয়েছে টমাস টুচেলকে। তাতেও দলের পারফরম্যান্সে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। বায়ার্নের হাতছাড়া হয়েছে জার্মান কাপ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেষ রাউন্ডে কোলনকে ২–১ গোলে হারিয়ে টানা ১১বার বুন্দেসলিগা (Bundesliga) জিতল বায়ার্ন মিউনিখ (Bayern Munich)। তবে দল জিতলেও বিশ্বকাপ জয়ী গোলকিপার অলিভার কানের (Oliver Kahn) জন্য জয়ের মুহূর্তও ছিল খুবই হতাশার। কারণ বায়ার্ন দাপট দেখিয়ে ট্রফি জিতলেও, তাঁকে প্রধান নির্বাহীর পদ থেকে বরখাস্ত করে দেয় জার্মানির (Germany) এই বিখ্যাত ক্লাব। ২০২১ সাল থেকে দায়িত্বে ছিলেন কিংবদন্তি গোলকিপার। একই দিনে বায়ার্ন বরখাস্ত করেছে একই সঙ্গে বরখাস্ত করা হয়েছে স্পোর্টিং ডিরেক্টর হাসান সালিহামিদজিককেও (Hasan Salihamidzic)।
স্পোর্টিং ডিরেক্টর হাসান সালিহামিদজিক কোলনের বিরুদ্ধে ম্যাচ চলার সময় গ্যালারিতেই ছিলেন। প্রথমার্ধ শেষে বায়ার্ন যখন খেতাব জয়ের পথে বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে এগিয়ে ছিল, সেই সময়ও অবশ্য তাঁর বডিল্যাঙ্গুয়েজে ছিল চিন্তার ছাপ স্পষ্ট। বোঝাই যাচ্ছিল, বরখাস্ত হওয়ার খবরটি তিনি আগেই পেয়েছিলেন। এদিকে জার্মানি ও বায়ার্নের প্রাক্তন অধিনায়ক কানকে অবশ্য ম্যাচের সময় মাঠের কোথাও দেখাই যায়নি। দেখা যাবে কী করে, বায়ার্ন কর্তৃপক্ষ যে তাঁকে মাঠে আসত 'না' করে দিয়েছিল!
কানের পরিবর্তে নতুন সিইও করা হয়েছে ক্রিশ্চিয়ান ড্রিসেনকে। বায়ার্নের পক্ষ থেকে বলা হয়েছে, 'অলিভার কানকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত অত্যন্ত কঠিন ছিল। তবু আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে। ক্লাবের সামগ্রিক উন্নতির স্বার্থেই শীর্ষ পদে পরিবর্তন প্রয়োজন ছিল।'
কিছু দিন আগে কোচ পরিবর্তন করেছিল বায়ার্ন। জুলিয়ান নাগেলসম্যানের বদলে কোচ করা হয়েছে টমাস টুচেলকে। তাতেও দলের পারফরম্যান্সে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। বায়ার্নের হাতছাড়া হয়েছে জার্মান কাপ। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকেও ছিটকে গিয়েছে বায়ার্ন। এই ফলাফলে হতাশ বায়ার্নের কর্তারা। তাই কোচের পর সিইও কান এবং স্পোর্টিং ডিরেক্টর সালিহামিদজ়িককে। তাঁদের পারফরম্যান্সে খুশি ছিলেন না বায়ার্ন কর্তারা। যদিও বরখাস্ত হওয়ার পর অলিভার কান বলেছেন, 'ছেলেদের সঙ্গে পার্টিতে না থাকতে পারাটা আমার জীবনের সবচেয়ে বাজে দিন।'