MI vs CSK, IPL 2022: 'ব্যাটিং বললি না তু্ই?' Rohit Sharma-র প্রশ্ন Ravindra Jadeja-কে!

রোহিত শর্মা (Rohit Sharma) ও রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) টসের সময়ে হাসিতে মাতলেন!

Updated By: Apr 21, 2022, 08:36 PM IST
MI vs CSK, IPL 2022: 'ব্যাটিং বললি না তু্ই?' Rohit Sharma-র প্রশ্ন Ravindra Jadeja-কে!
রোহিত-জাদেজার হাসির রোল

নিজস্ব প্রতিবেদন: নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে চলছে চলতি আইপিএলের (IPL 2022) প্রথম 'এল ক্লাসিকো'। মুখোমুখি দুই হেভিওয়েট মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস (Mumbai Indians vs Chennai Super Kings)। হাইভোল্টেজ মহারণের আগে টসের সময় উঠল হাসির রোল। সৌজন্যে মুম্বই অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। এদিন টস জিতে জাদেজা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। কিন্তু টসের পর রোহিত মজা করে জাদেজাকে বলেন, "ব্যাটিং বললি না তু্ই?" এরপরেই হাসিতে ফেটে পড়েন দুই অধিনায়ক ও প্রেজেন্টার নিক নাইট।

 

 

দেখে নেওয়া যাক মুম্বই-চেন্নাই পরিসংখ্য়ান

মুম্বই-চেন্নাই হেড-টু-হেড

মুম্বই-চেন্নাই আইপিএলে ৩২ বার মুখোমুখি হয়েছে। 
মুম্বই জিতেছে ১৯ বার, চেন্নাই জিতেছে ১৩ বার।
শেষ পাঁচবারের সাক্ষাতে মুম্বই ৩ বার ও চেন্নাই ২ বার জিতেছে।
গতবছর আইপিএলে শেষ দেখায় চেন্নাই জেতে ২০ রানে (চেন্নাই ১৫৬/৬, মুম্বই  ১৩৬/৮)

চেন্নাইয়ের বিরুদ্ধে মুম্বইয়ের সর্বোচ্চ রান ২১৯/৬
চেন্নাইয়ের বিরুদ্ধে  মুম্বইয়ের সর্বনিম্ন রান ১৩৬/৮
মুম্বইয়ের বিরুদ্ধে চেন্নাইয়ের সর্বোচ্চ রান ২১৮/৪
মুম্বইয়ের বিরুদ্ধে চেন্নাইয়ের সর্বনিম্ন রান ৭৯/১০

মুম্বই-চেন্নাই দ্বৈরথের প্রথম তিন সর্বোচ্চ রানশিকারি

১) সুরেশ রায়না ৭১০
২) রোহিত শর্মা ৬৬১
৩) এমএস ধোনি ৫৮৯
 
মুম্বই-চেন্নাই দ্বৈরথের প্রথম তিন সর্বোচ্চ উইকেটশিকারি

১) ডোয়েন ব্র্যাভো ৩৩
২) লাসিথ মালিঙ্গা ৩১
৩) হরভজন সিং ২৬

আরও পড়ুন: Yuzvendra Chahal এবার মাঠে কুস্তি লড়লেন Shimron Hetmyer-এর সঙ্গে!-Watch

আরও পড়ুনRuturaj Gaikwad, MI vs CSK: অনন্য রেকর্ডের সামনে রুতুরাজ, টপকে যেতে পারেন সচিনকে

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.