বারুইপুর টু ব্রাজিল
বিশ্ব মজেছে ফুটবলে। মেসি, নেইমার, রবেনদের পায়ের জাদুতে আচ্ছন্ন ৮ থেকে ৮০। কিন্তু একবারও ভেবে দেখেছি কি বিশ্বকাপ মগ্ন আমাদের দেশ আসলে বিশ্বফুটবলের চৌহদ্দির থেকে হাজার মাইল দূরে? এবার সেই দূরত্ব ঘোচাতে উদ্যোগী কলকাতার একটি সেচ্ছাসেবী সংগঠন দূর্বার সমিতি।
বিশ্ব মজেছে ফুটবলে। মেসি, নেইমার, রবেনদের পায়ের জাদুতে আচ্ছন্ন ৮ থেকে ৮০। কিন্তু একবারও ভেবে দেখেছি কি বিশ্বকাপ মগ্ন আমাদের দেশ আসলে বিশ্বফুটবলের চৌহদ্দির থেকে হাজার মাইল দূরে? এবার সেই দূরত্ব ঘোচাতে উদ্যোগী কলকাতার একটি সেচ্ছাসেবী সংগঠন দূর্বার সমিতি।
বেশ কিছু বছর ধরে যৌনকর্মীদের নিয়ে কাজ করছে দূর্বার সমিতি। এবার যৌন কর্মীদের সন্তানদের মধ্যে থেকেই বিশ্বমানের ফুটবলার তৈরি করতে উদ্যোগী হয়েছে তারা। বারুইপুরে দূর্বার তৈরি করেছে ফুটবল অ্যাকাডেমি। এই অ্যাকাডেমিতে রয়েছে হস্টেল ব্যবস্থাও। যৌন কর্মীদের সন্তানরা এখান থেকেই তাদের ফুটবলার হওয়ার স্বপ্নকে বাস্তবের মাটিতে প্রতিষ্ঠিত করার জন্য দিনরাত পরিশ্রম করে চলেছে। এই অ্যাকাডেমির খেলোয়াড় রাজীব কিছুদিন আগে ম্যানচেস্টার ইউনাইটেডের শিবির থেকে ঘুরে এসেছে। কিন্তু, এই মুহূর্তে প্রত্যেকদিন খুদে ফুটবলারদের প্রয়োজনীয় খাবার, প্রয়োজনীয় পরিকাঠামো সরবারহ করা দূর্বারের কাছে বড় চ্যালেঞ্জ।
৯৩.৫ রেড এফএম কলকাতা হাত মিলিয়েছে দূর্বারের সঙ্গে। তাদের লক্ষ্য ২০১৭ অনুর্দ্ধ ১৭ বিশ্বকাপের আগে আরও রাজীব তৈরি করা। প্রয়োজনীয় স্পনসর, আর্থিক অনুদানের জন্য বিজ্ঞাপনী প্রচারও চলছে।
এগিয়ে এসেছে ইস্টবেঙ্গল ক্লাবও। নিজেদের মাঠে তারা ভবিষ্যতের ময়দান কাঁপানো ফুটবলারদের জন্য ৫ দিনের শিক্ষা শিবিরের আয়োজন করেছে। ইস্টবেঙ্গলের ফুটবলাররাই ট্রেনিং দেবেন খুদেদের। লাল-হলুদের স্বনামধন্য কোনও ফুটবলার একদিন বারুইপুরের অ্যাকাডেমিতে গিয়ে উৎসাহ জোগাবেন ছোট ছোট ফুটবলারদের।
টলিউড তারকাদের সঙ্গে ইস্টবেঙ্গলের খেলোয়াড়দের একটি প্রীতি ফুটবল ম্যাচও অনুষ্ঠিত হতে চলেছে খুব তাড়াতাড়ি।
সবথেকে গুরুত্বপূর্ণ, একটি মিডিয়া হাউস হিসেবে এই অনুষ্ঠানকে জনপ্রিয় করে তুলতে, আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে আমরা পাশে চাই আপনাদের। আপনাদের সাহায্যেই স্বপ্ন সফল হবে ওদের
দিন অনুযায়ী অনুষ্ঠান সূচি-
রেডিওতে প্রচার চলবে ১৪ জুন থেকে ৯ জুলাই অবধি
ট্রেনিং- ২৭ জুন-১ জুলাই (এর মধ্যে একদিন বারুইপুরের অ্যাকাডেমিতে যাওয়া হবে) সকাল ৯টা থেকে বেলা ১২টা
প্রীতি ম্যাচ- ৫ জুলাই ৪টে থেকে ৬টা। বিবেকানন্দ পার্ক