মেসিকে ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগে সহজ জয় পেল বার্সেলোনা
বার্সার একের পর এক আক্রমণে তখন দিশেহারা ইতালির দলটি। ৩২ মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় বার্সা।
নিজস্ব প্রতিবেদন : মেসি ছিলেন না, তবু ক্যামেরার ফোকাসে বার বার সামনে আসছিল এলএম টেনের সেই পরিচিত মুখ। তাঁকে ছাড়াই নূ ক্যাম্পে ইন্টার মিলানকে হারাতে কোনও সমস্যা হয় নি বার্সেলোনার। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানকে ২-০ গোলে হারাল মেসিহীন বার্সা।
All over at Camp Nou!
#BarçaInter (2-0)
@Rafinha @JordiAlba#ForçaBarça pic.twitter.com/KhKfJwr9oY
— FC Barcelona (@FCBarcelona) October 24, 2018
বুধবার নূ ক্যাম্পে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ বি-র ম্যাচে প্রথমার্ধে বার্সেলোনার কাছে পাত্তাই পায় নি ইন্টার মিলান। বার্সার একের পর এক আক্রমণে তখন দিশেহারা ইতালির দলটি। ৩২ মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় বার্সা। ডান দিক থেকে লুই সুয়ারেজের ক্রস থেকে বাঁ পায়ের ভলিতে গোল করেন বার্সেলোনার ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনিয়া। দ্বিতীয়ার্ধেও একচেটিয়া আক্রণ করতে থাকা বার্সেলোনা দ্বিতীয় গোল পেল ম্যাচের ৮৩ মিনিটে। ইভান রাকিটিচের বাড়ানো বল ধরে বাঁ পায়ের কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুন করেন জোর্ডি আলবা।
Today's crowd; 86,290 fans and one
Camp Nou#BarçaInter pic.twitter.com/nqR4CtC6HJ— FC Barcelona (@FCBarcelona) October 24, 2018
সুয়ারেজ, কৌতিনহোরা সুযোগ নষ্ট না করলে গোলসংখ্যা আরও যে বাড়ত তা আর বলার অপেক্ষা রাখে না। চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচের সবগুলোতে জিতে ৯ পয়েন্ট নিয়ে বি-গ্রুপের শীর্ষে রয়েছে বার্সেলোনা। মেসি হীন চ্যাম্পিয়ন্স লিগে জয় এল ক্লাসিকোর আগে নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে কাতালানদের।