জোড়া অঘটন রক্ষা পেয়ে জোড়া ড্রয়ের রাত

হতে পারত জোড়া অঘটন। তার বদলে হল জোড়া ড্র। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে হারতে হারতে রক্ষা পেল হট ফেভারিট বার্সেলোনা। আবার ইপিএলে কোণঠাসা ম্যানচেস্টার ইউনাইটেড এগিয়ে গিয়েও হারাতে পারল না গতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে।

Updated By: Apr 2, 2014, 09:33 AM IST

বার্সেলোনা (১) অ্যাথলেটিকো মাদ্রিদ (১)

ম্যানচেস্টার ইউনাইটেড (১) বায়ার্ন মিউনিখ (১)
-------------------------------
হতে পারত জোড়া অঘটন। তার বদলে হল জোড়া ড্র। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে হারতে হারতে রক্ষা পেল হট ফেভারিট বার্সেলোনা। আবার ইপিএলে কোণঠাসা ম্যানচেস্টার ইউনাইটেড এগিয়ে গিয়েও হারাতে পারল না গতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে।

ন্যু ক্যাম্পে অ্যাথলেটকো মাদ্রিদ ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল। এরপর নেইমারের গোল বার্সালোনার হার এড়ায়। দ্বিতীয় লেগে মেসিদের কাছে বড় চ্যালেঞ্জ। কারণ এবার বার্সাকে খেলতে হবে অ্যাথলেটিকোর ঘরের মাঠ। মঙ্গলবার রাতের ম্যাচ যদি সূচক হয় তাহলে বলতেই হবে সেমিফাইনালে উঠতে হলে মেসিদের অনেক কাঠখড় পোড়াতে হবে।

অন্যদিকে, ওল্ড ট্রাফোর্ডে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখকে রুখে দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। মঙ্গলবার ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম লিগের খেলা শেষ হয় এক এক গোলে। ম্যাচের আটান্ন মিনিটের মাথায় ভিডিচের গোলে এগিয়ে যান ম্যান ইউ।

ওয়েন রুনির কর্নার থেকে গোল করেন ম্যান ইউ অধিনায়ক। ৯ মিনিট বাদেই সমতা ফেরান জার্মানরা। পরিবর্ত খেলোয়াড় মারিও মান্দুকিচের ক্রস থেকে হেড করে গোল করেন বাস্তিয়ান সোয়াইনস্তাইগার। তার একটু পরেই রুনিকে ফাউল করে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন সোয়াইনস্তাইগার।

.