প্রথম হার বার্সেলোনার
চলতি মরসুমে প্রথমবার হারের মুখ দেখল বার্সেলোনা। লা লিগায় অপ্রত্যাশিতভাবে গেটাফের কাছে এক-শূন্য গোলে হেরে গেলেন লিওনেল মেসিরা। তিরিশে এপ্রিলের পর মেসিদের এটা প্রথম হার।
চলতি মরসুমে প্রথমবার হারের মুখ দেখল বার্সেলোনা। লা লিগায় অপ্রত্যাশিতভাবে গেটাফের কাছে এক-শূন্য গোলে হেরে গেলেন লিওনেল মেসিরা। তিরিশে এপ্রিলের পর মেসিদের এটা প্রথম হার। প্রথমার্ধে দাপট ছিল বার্সেলোনারই। স্যাঞ্চেচের শট দুরন্ত দক্ষতায় বাঁচান গেটাফে গোলকিপার। সাতষট্টি মিনিটে হেডে গোল করে গেটাফেকে এগিয়ে দেন জুয়ান ভেলেরা। গোটা ম্যাচে গেটাফে আর কোন গোলের সুযোগ তৈরি করতে পারেনি। ইনজুরি টাইমে সমতা ফেরাবার সুবর্ন সুযোগ নষ্ট করেন লিও মেসি। আর্জেন্টিনীয় স্ট্রাইকারের শট পোস্টে লেগে প্রতিহত হয়। এই হারের ফলে চ্যাম্পিয়নশিপের দৌড়ে বেশ খানিকটা পিছিয়ে পড়ল গুয়ার্দিওলার দল। লিগ শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের থেকে ছয় পয়েন্টে পিছিয়ে বার্সা।