ইনিয়েস্তার নতুন ঠিকানা জাপানের ভিসেল কোবে
৩ বছরের চুক্তিতে জাপানের ক্লাবটিতে যোগ দিয়েছেন বার্সেলোনার প্রাক্তন তারকা। তাঁর বার্ষিক বেতন তিন কোটি ডলার বলে জানা গিয়েছে।
নিজস্ব প্রতিবেদন : জল্পনার অবসান। শেষ পর্যন্ত জাপানের জে লিগের দল ভিসেল কোবেতেই যোগ দিলেন আন্দ্রে ইনিয়েস্তা। বার্সেলোনাকে বিদায় জানানোর সঙ্গে সঙ্গেই একরকম চাউড় হয়ে গিয়েছিল চিনের চংকিং লিফান ক্লাবে যোগ দেবেন ইনিয়েস্তা। কিন্তু ইনিয়েস্তার বিপুল পরিমাণ বেতনের কথা চিন্তা করে পিছিয়ে আসে চিনের ক্লাবটি। তখনই জি ২৪ ঘন্টা ডট কম এই সম্ভবনার কথা জানিয়েছিল যে, জে লিগের ক্লাব ভিসেল কোবে'তে খেলতে পারেন ইনিয়েস্তা। বার্সেলোনার প্রধান স্পনসর রকুতেনের সিইও হিরোশি মিকিতানি যে এই ক্লাবের মালিক। অবশেষে সেই সম্ভবনাই সত্যি হল।
Welcome to Asia @andresiniesta8!
The former @FCBarcelona playmaker has signed with Japan's @vissel_kobe! pic.twitter.com/2A5arTz9Fz
— AFC (@theafcdotcom) May 24, 2018
বৃহস্পতিবার টোকিওতে ভেসেল কোবের সাংবাদিক সম্মলেনে হাজির আন্দ্রে ইনিয়েস্তা। ৩ বছরের চুক্তিতে জাপানের ক্লাবটিতে যোগ দিয়েছেন বার্সেলোনার প্রাক্তন তারকা।তাঁর বার্ষিক বেতন তিন কোটি ডলার বলে জানা গিয়েছে। ইনিয়েস্তাকে নিজের দলে পেয়ে ভীষণ খুশি মিকিতানি। বার্সেলোনার জার্সি স্পনসর রকুতেনের সিইও হিরোশি মিকিতানি যে ভিসেল কোবেরও চেয়ারম্যান।
আরও পড়ুন- স্পেনের বিশ্বকাপ দলে জায়গা হল না মোরাতা, ফাব্রেগাসের