সেমিফাইনালে বার্সেলোনা

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছল বার্সেলোনা। ন্যু ক্যাম্পে এসি মিলানকে ৩-১ গোলে হারাল বার্সা। স্পেনের দলটির হয়ে জোড়া গোল করেন মেসি। অন্য গোলটি করেন ইনিয়েস্তা। মেসির জোড়া গোলে টানা পঞ্চমবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছালো বার্সিলোনা।

Updated By: Apr 4, 2012, 07:41 PM IST

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছল বার্সেলোনা। ন্যু ক্যাম্পে এসি মিলানকে ৩-১ গোলে হারাল বার্সা। স্পেনের দলটির হয়ে জোড়া গোল করেন মেসি। অন্য গোলটি করেন ইনিয়েস্তা। মেসির জোড়া গোলে টানা পঞ্চমবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছালো বার্সিলোনা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে এসি মিলানকে তিন-এক গোলে হারাল বার্সা। মাত্র ১‍১ মিনিটে পেনাল্টি থেকে মেসির গোলে এগিয়ে যায় পেপ গুয়ার্দিওলার দল। ৩১ মিনিটে এসি মিলানকে সমতায় ফেরান অ্যন্টোনিও নসেরিনো। ইব্রাহিমোভিচের মাপা পাস থেকে গোল করতে ভুল করেননি নসেরিনো।
প্রথমার্ধের একেবারে শেষ মূহুর্তে আবার পেনাল্টি পায় বার্সিলোনা। পেনাল্টি বক্সে বাস্কোয়েটসের জার্সি নেস্তা টেনে ধরায় পেনাল্টি পায় বার্সা। আবারও পেনাল্টি থেকে গোল করে বার্সাকে এগিয়ে দেন মেসি। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে ঘরের মাঠে দাপট অব্যাহত থাকে বার্সিলোনার। তিপ্পান্ন মিনিটে ছয় গজ দূর থেকে ইনিয়েস্তার দুরন্ত গোল বার্সিলোনার জয় নিশ্চিত করে দেয়। ম্যাচের বাকি সময় ব্যবধান কমানোর বা সমতায় ফেরানোর কোনও চেষ্টাই দেখা যায়নি ইতালির ক্লাব দলটির। এই জয়ের ফলে টানা পঞ্চমবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ চার পৌঁছে গেল বার্সা। এটাও একটা রেকর্ড।
 

.