লা লিগা জয়ের আনন্দে রাস্তায় রাত জাগল বার্সা সমর্থকরা
যেন উচ্ছ্বাসের স্বর্গ ভাসছেন বার্সেলোনা সমর্থকরা। লা লিগায় চ্যাম্পিয়ন হওয়ার পর বার্সা সমর্থকরা রাতটা পথেই কাটালেন। ৬ মে ইউরোপ সেরা হওয়ার লড়াইয়ে নামছেন মেসিরা, তার আগে এই লা লিগে খেতাব জয়ে বার্সার খেলোয়াড়দের মনোবলকে আলাদা উচ্চতায় নিয়ে গেল। রবিবার রাতে (ভারতীয় সময়) অ্যাথলেটিকো মাদ্রিদকে হারালেই খেতাব জিতে নিত বার্সোলোনা।
ওয়েব ডেস্ক: যেন উচ্ছ্বাসের স্বর্গ ভাসছেন বার্সেলোনা সমর্থকরা। লা লিগায় চ্যাম্পিয়ন হওয়ার পর বার্সা সমর্থকরা রাতটা পথেই কাটালেন। ৬ মে ইউরোপ সেরা হওয়ার লড়াইয়ে নামছেন মেসিরা, তার আগে এই লা লিগে খেতাব জয়ে বার্সার খেলোয়াড়দের মনোবলকে আলাদা উচ্চতায় নিয়ে গেল। রবিবার রাতে (ভারতীয় সময়) অ্যাথলেটিকো মাদ্রিদকে হারালেই খেতাব জিতে নিত বার্সোলোনা।
সেই ম্যাচে মেসির গোলে জিতে চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করল বার্সা। অন্য ম্যাচে এসপেনিয়েলকে ৪-১ গোলে হারালেও কোনও লাভ হল না রিয়াল মাদ্রিদের। ৩৭ ম্যাচ খেলে বার্সার পয়েন্ট দাঁড়াল ৯৩। সমসংখ্যাক ম্যাচে রিয়াল ৮৯। তৃতীয় স্থানে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৭৭।