রেকর্ড অর্থ দিয়ে চুক্তিতেও রাজি, মেসিকেই চাই বার্সেলোনার
যেকোনও উপায়ে লিওনেল মেসিকে ধরে রাখতে মরিয়া বার্সেলোনা। প্রয়োজনে আর্জেন্টিনীয় সুপারস্টারকে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার করতেও তারা প্রস্তুত বলে জানাচ্ছেন বার্সার সভাপতি যোসেফ মারিয়া বার্তামিউ। দুহাজার আঠেরো সালে মেসির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে বার্সেলোনার। তাই অনেক আগে থেকেই চুক্তি নবীকরণ নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে স্প্যানিশ জায়েন্টরা। আরও পড়ুন- চ্যারিটি ম্যাচে মাঠে নামা হচ্ছে না নেইমারের
ব্যুরো: যেকোনও উপায়ে লিওনেল মেসিকে ধরে রাখতে মরিয়া বার্সেলোনা। প্রয়োজনে আর্জেন্টিনীয় সুপারস্টারকে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার করতেও তারা প্রস্তুত বলে জানাচ্ছেন বার্সার সভাপতি যোসেফ মারিয়া বার্তামিউ। দুহাজার আঠেরো সালে মেসির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে বার্সেলোনার। তাই অনেক আগে থেকেই চুক্তি নবীকরণ নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে স্প্যানিশ জায়েন্টরা। আরও পড়ুন- চ্যারিটি ম্যাচে মাঠে নামা হচ্ছে না নেইমারের
কিন্তু ক্লাবের প্রাথমিক প্রস্তাব খারিজ করে দেন মেসি নিজেই। তারপর আলোচনা ধমকে গেছিল। এই সুযোগে মেসিকে বিশাল অঙ্কের প্রস্তাব দেয় ম্যান সিটি, পিএসজি-র মত ক্লাব। সবাইকে চমকে দিয়ে চিনের একটি ক্লাব জানায় আর্জেন্টিনীয় স্ট্রাইকারকে তারা রেকর্ড অঙ্কের টাকা দিতে প্রস্তুত। তাই আর দেরি না করে ফের আসরে নামলেন বার্সা সভাপতি। শোনা যাচ্ছিল স্পেনে কর ফাঁকি মামলা নিয়ে বিরক্ত পাঁচবারের ব্যালন ডি অর জয়ী এই ফুটবলার। যদিও আত্মবিশ্বাসী বার্সা সভাপতি জানাচ্ছেন,কর ফাঁকি মামলার প্রভাব চুক্তি নবীকরণের ক্ষেত্রে পড়বে না। শুধু রেকর্ড অর্থ দিয়ে মেসির সঙ্গে চুক্তি বাড়ানোই নয়, বার্সেলোনার ইচ্ছা ক্যাটালান্স ক্লাব থেকেই অবসর নিন বিশ্ব ফুটবলের সেরা তারকা। মেসি ছাড়াও ইনিয়েস্তা, র্যাকিটিচের সঙ্গেও চুক্তি বাড়াচ্ছে বার্সা। ইতিমধ্যেই চুক্তি বাড়ানো হয়েছে নেইমার আর সুয়ারেজের সঙ্গে।