ময়দানে বারপুজোয় পুরনো জেল্লা
রীতি মেনে বাংলা নববর্ষে বারপুজো হল ময়দানের ক্লাবগুলোয়। ইস্টবেঙ্গল, মোহনবাগানের পাশাপাশি কলকাতার তৃতীয় ফুটবল শক্তি হয়ে ওঠা প্রয়াগ ইউনাইটেডে বারপুজো নিয়ে উত্সবের মেজাজ। পয়লা বৈশাখের দিন ইস্টবেঙ্গল ক্লাব আগামী মরসুমের জন্য সঞ্জু প্রধানকে অধিনায়ক ঘোষণা করল।
রীতি মেনে বাংলা নববর্ষে বারপুজো হল ময়দানের ক্লাবগুলোয়। ইস্টবেঙ্গল, মোহনবাগানের পাশাপাশি কলকাতার তৃতীয় ফুটবল শক্তি হয়ে ওঠা প্রয়াগ ইউনাইটেডে বারপুজো নিয়ে উত্সবের মেজাজ। পয়লা বৈশাখের দিন ইস্টবেঙ্গল ক্লাব আগামী মরসুমের জন্য সঞ্জু প্রধানকে অধিনায়ক ঘোষণা করল।
বাংলা নববর্ষে ময়দানের বারপুজো চিরাচরিত প্রথা। নতুন বছরের প্রথম দিনে ময়দানি সংস্কৃতি সাইবার যুগেও অত্যন্ত সাবেকি। ইস্টবেঙ্গল, মোহনবাগানের পাশাপাশি কলকাতার তৃতীয় ফুটবল শক্তি হয়ে ওঠা প্রয়াগ ইউনাইটেডে বারপুজো নিয়ে উত্সবের মেজাজ।
সকালে অনুশীলন হওয়ার পর শুরু ইস্টবেঙ্গলের বারপুজো। প্রতিবছরের মতো এবছরও, ইস্টবেঙ্গল নির্বাচিত করল তাঁদের পরের মরসুমের অধিনায়ককে। অধিনায়ক সঞ্জু প্রধানের নাম ঘোষণা করার সময় উপস্থিত ছিলেন ক্লাবের একঝাঁক প্রাক্তন তারকা ও কর্মকর্তারা।
মোহনবাগানের পুরো দল এখন গোয়ায় আইলিগের ম্যাচ খেলতে যাওয়ায় বারপুজোয় উপস্থিত ছিলেন শুধুমাত্র দুই ফুটবলার আনোয়ার ও মনীশ মাথানি। ছিলেন ক্লাবের সব শীর্ষকর্তাই। আর নতুন বছরে কর্তাদের রিসিলিউশন একটাই, ট্রফিহীন থাকার হ্যাটট্রিক যেন না হয়।
অন্যদিকে আগামী মরসুমে তাক লাগিযে দল গড়া প্রয়াগ ইউনাইটেডের বারপুজোয় জমকালো ব্যবস্থা। প্রয়াগের বারপুজো অনুষ্ঠান মিলনক্ষেত্র। উপস্থিত দুই প্রধানের শীর্ষকর্তারাও।