অভিজ্ঞতায় বাজি মেরে বাংলার স্কট বধ

Updated By: Mar 5, 2015, 04:09 PM IST
অভিজ্ঞতায় বাজি মেরে বাংলার স্কট বধ

স্কটল্যান্ড 318/8 (50 ov)
বাংলদেশ 322/4 (48.1 ov)
বাংলাদেশ 6 উইকেটে জয়ী

ওয়েব ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে বেশি খেলার অভিজ্ঞতা থাকার পুরো সুযোগ তুলে চলতি বিশ্বকাপে তাদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিল বাংলাদেশ। বৃহস্পতিবার স্কটল্যান্ডের বিরুদ্ধে 318 রান তাড়া করে জিতলেন সাকিবরা...এই জয়ের ফলে নক আউট রাউন্ডে ওঠার সম্ভাবনা আরও বাড়িয়ে তুলল বাংলাদেশ। আগামী সোমবার ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটা বাংলাদেশের কাছে খুবই গুরুত্বপূর্ণ...এই ম্যাচে জিতলেই কোয়ার্টার ফাইনালেই উঠে যাবে বাংলাদেশ।

এই ম্যাচের ট্র্যাজিক হিরো হয়ে গেলেন স্কটল্যান্ডের ওপেনার কেইল কোয়েত্জার। দলের বাকি ব্যাটসম্যানদের সব ব্যর্থতা ঢেকে কেইল করেন 134 বলে 156 রান। কেইলের ঝোড়ো ইনিংসের সৌজন্যে বিশ্বকাপে প্রথমবার 300 রানের ইনিংস গড়ে স্কটল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ওপেনার সৌম্য সরকার শুরুতেই ফিরে গেলেও তামিম ইকবাল-মহমুদুল্লাহ দলকে দারুণ জায়গায় নিয়ে যান। দ্বিতীয় উইকেট জুটিতে তামিম-মহমুদুল্লাহ করেন 139 রান। এরপর মুসফিকুর রহিমকে সঙ্গে নিয়ে লড়াই চালাল তামিম (95)।

তামিম ফিরে যাওয়ার পর বাংলাদেশের জয়কে মসৃণ করেন সাকিব আল হাসান। সাকিব 52 রানে অপরাজিত থাকেন। চার ম্যাচ খেলে বাংলদেশের পয়েন্ট 5। স্কটল্যান্ড এখনও একটা ম্যাচে জযের স্বাদ পায়নি।

.