কমনওয়েলথ গেমস কুস্তিতে সোনা জিতলেন বজরঙ্গ

শুক্রবার গেমসের নবম দিনে শুটিংয়ে তেজস্বিনী ও অনীশের সোনা জয়ের পর, দিনের তৃতীয় সোনা এল কুস্তিবিদ বজরঙ্গ পুনিয়ার হাত ধরে। ৬৫ কেজি ফ্রি স্টাইল বিভাগে সোনা জিতলেন হরিয়ানার ২৪ বছর বয়সী বজরঙ্গ।

Updated By: Apr 13, 2018, 02:00 PM IST
কমনওয়েলথ গেমস কুস্তিতে সোনা জিতলেন বজরঙ্গ

নিজস্ব প্রতিবেদন : গোল্ড কোস্টে ভারতের সোনার দৌড় অব্যাহত। কমনওয়েলথ গেমসে ভারতের ১৭ নম্বর সোনাটি এল কুস্তিতে।

শুক্রবার গেমসের নবম দিনে শুটিংয়ে তেজস্বিনী ও অনীশের সোনা জয়ের পর, দিনের তৃতীয় সোনা এল কুস্তিবিদ বজরঙ্গ পুনিয়ার হাত ধরে। ৬৫ কেজি ফ্রি স্টাইল বিভাগে সোনা জিতলেন হরিয়ানার ২৪ বছর বয়সী বজরঙ্গ।

আরও পড়ুন- ইতিহাস: গেমস রেকর্ড গড়ে কমনওয়েলথে সোনা ১৫ বছরের অনীশের

পুরুষদের ৬৫ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে ওয়েলসের কেন চারিগকে কুপোকাত্ করলেন বজরঙ্গ। প্রতিপক্ষকে কোনও রকম সুযোগ না দিয়ে প্রথমেই ১০ টেকনিক্যাল পয়েন্ট অর্জন করেন ভারতীয় কুস্তিবিদ। কুস্তিবিদ কেন কোনও পয়েন্টই পাননি। আর টেকনিক্যাল কৌশলে এই দক্ষতার জন্যই পদ্মশ্রী জয়ী বজরঙ্গকে জয়ী ঘোষণা করেন বিচারকরা। এই প্রথম কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন বজরঙ্গ।

আরও পড়ুন - গোল্ড কোস্টে ভারতের 'সোনার সকাল', শুটিংয়ে পদক তেজস্বিনী-অঞ্জুমের

.