১০০ মিটারে সোনা জিতে এসে গেলেন 'নতুন বোল্ট'
কমনওয়েলথ গেমসের ট্রাক অ্যান্ড ফিল্ডে যাকে নিয়ে সবচেয়ে বেশি উন্মাদনা সেই উসেইন বোল্ট চোটের কারণে একশো মিটার থেকে নিজেকে সরিয়ে নিলেও তার অভাব পূরণ করলেন কেমার বেইলি কোল। কমনওয়েলথ গেমসে গতির ঝড় তুলে একশ মিটার রেসে সোনা জিতলেন জামাইকান স্প্রিনটার বেইলি কোল।
গ্লাসগো: কমনওয়েলথ গেমসের ট্রাক অ্যান্ড ফিল্ডে যাকে নিয়ে সবচেয়ে বেশি উন্মাদনা সেই উসেইন বোল্ট চোটের কারণে একশো মিটার থেকে নিজেকে সরিয়ে নিলেও তার অভাব পূরণ করলেন কেমার বেইলি কোল। কমনওয়েলথ গেমসে গতির ঝড় তুলে একশ মিটার রেসে সোনা জিতলেন জামাইকান স্প্রিনটার বেইলি কোল।
চোটের কারণে যেহেতু ট্রায়ালে নামতে পারেননি বোল্ট তাই নিজেকে সরিয়ে নিয়েছিলেন এই ইভেন্ট থেকে। একই ভাবে চোটের জন্য ছিটকে গিয়েছিলেন জামাইকার আরেক স্প্রিনটার ব্লেক। তবে একেবারেই ভক্তদের নিরাশ করছেন না বোল্ট।
কমনওয়েলথে ১০০ ও ২০০ মিটার না নামলেও ৪ x১০০ মিটার রিলেতে ট্রাকে ঝড় তুলতে চলেছেন বিশ্ব রেকর্ডধারী দৌড়বিদ উসেইন বোল্ট।