Virat Kohli-Babar Azam: কোহলির রেকর্ড ভাঙলেন পাক অধিনায়ক বাবর আজম!

একদিকে বাবরের(Babar Azam) উথ্বান ও অন্যদিকে বিরাট কোহলির(Virat Kohli) লম্বা অফ-ফর্ম স্বাভাবিকভাবেই হতাশ করবে ভারতীয় ক্রিকেট(Indian Cricket) ভক্তদের। দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রামে থাকলেও ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরবেন কোহলি।

Updated By: Jun 9, 2022, 02:11 PM IST
Virat Kohli-Babar Azam: কোহলির রেকর্ড ভাঙলেন পাক অধিনায়ক বাবর আজম!
ছবি সূত্র: সোশ্যাল মিডিয়া

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘদিন তাঁর ব্যাটে রান নেই। জাতীয় দলের জার্সির সঙ্গে সঙ্গে আইপিএলে(IPL) আরসিবির(RCB) জার্সি গায়েও ব্যর্থ তিনি। একসময় তাঁকে রান মেশিন বলা হলেও, গত তিন বছর তাঁর ব্যাটে কোনও শতরান আসেনি। তিনি বিরাট কোহলি(Virat Kohli)। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা দক্ষিণ আফ্রিকার(South Africa) বিরুদ্ধে সিরিজে বিশ্রামে রয়েছেন তিনি।

অপরদিকে, পাকিস্তানের অধিনায়ক বাবর আজম(Babar Azam) একের পর এক রেকর্ড গড়েই চলেছেন। বুধবার ওয়েস্ট ইন্ডিজের(West Indies) বিরুদ্ধে শতরান করে দলকে জেতালেন তিনি এবং একইসঙ্গে অধিনায়ক হিসেবে দ্রুততম ১০০০ রান করলেন তিনি। ভেঙ্গে দিলেন কোহলির রেকর্ড। এই রেকর্ড এতদিন ছিল কোহলির দখলে। ১৭টি ইনিংসে এই রেকর্ড করেন প্রাক্তন ভারত অধিনায়ক। পাক অধিনায়ক বাবর আজম মাত্র ১৩টি ইনিংসেই এই রেকর্ড করে ফেললেন। কোহলির থেকে চার ইনিংস কম খেলেই এই রেকর্ড ছুঁলেন তিনি। অধিনায়ক হিসেবে বাবর করেছেন ৬টি শতরান ও ৩টি অর্ধশতরান।

প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ শেই হোপের ব্যাটে ভর করে ৩০৫ রান তোলে। ১২৭ রানের অনবদ্য ইনিংস খেলেন হোপ। ৭০ রান করেন ব্রুকস। হ্যারিস রউফ পাকিস্তানের হয়ে চারটি উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে ফখর জামানকে দ্রুত হারালেও ইমাম উল হক ও বাবর আজম দ্বিতীয় উইকেটে ১০৩ রানের পার্টনারশিপ গড়েন। ৬৫ রান করে ফিরে যান ইমাম উল হক। ঝকঝকে ১০৩ রান করেন বাবর আজম। তবে শেষদিকে খুশদিল শাহ ২৩ বলে ধ্রুপদী ৪১ রানের ইনিংস খেলে দলকে জেতান।

একদিকে বাবরের উথ্বান ও অন্যদিকে বিরাট কোহলির লম্বা অফ-ফর্ম স্বাভাবিকভাবেই হতাশ করবে ভারতীয় ক্রিকেট ভক্তদের। দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রামে থাকলেও ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরবেন কোহলি। তার আগে আয়ারল্যান্ড সফরে খেলবেন তা এখনও পরিষ্কার নয়। এই বছরই রয়েছে টি-২০ বিশ্বকাপ। তার আগে কোহলির ফর্মে ফেরা অবশ্যই প্রয়োজন। ভারতীয় ক্রিকেট প্রেমীদের এখন একটাই প্রার্থনা, দ্রুত আগের ফর্মে ফিরুন কিং কোহলি।

আরও পড়ুন- AFC Asian Cup Qualifier: সুনীল ছেত্রী কি পারবেন মেসিকে টপকাতে?

আরও পড়ুন- বিশ্বের তৃতীয় ধনী ক্রিকেটার MS Dhoni; প্রথম কে?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.