IND vs PAK | Asia Cup 2023: 'আপনি এরকম বলতে পারেন না' ! বাবরের স্টেপআউটে বড় খবর হয়ে গেল

Babar Azam Bold Statement As Pakistan Take On India In Super 4 Clash: ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে অকপট বাবর আজম। সাফ বলে দিলেন, কোথায় তাঁরা এগিয়ে বা কোথায় তাঁদের সমস্য়া!  

Updated By: Sep 10, 2023, 01:16 PM IST
IND vs PAK | Asia Cup 2023: 'আপনি এরকম বলতে পারেন না' ! বাবরের স্টেপআউটে বড় খবর হয়ে গেল
সাংবাদিক বৈঠকে বাবর আজম

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাত দিনের মাথায় ফের 'মাদার অফ অল ব্যাটল'! চলতি এশিয়া কাপের (Asia Cup 2023) ফিরতি ম্য়াচে টিম ইন্ডিয়া (Team India) ও পাকিস্তান (Team Pakistan)। গত রবিবার ভারত-পাকিস্তান (IND vs PAK) মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কার পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে (Pallekele International Cricket Stadium)। বৃষ্টিস্নাত ক্যান্ডিতে প্রথমে ব্যাট করে, ভারত করে ২৬৬ রান। কিন্তু দ্বিতীয় ইনিংসে একটি বলও করা সম্ভব হয়নি। অবশেষে বৃষ্টিতে ম্যাচ বাতিল হয়ে গিয়ে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। সেটি ছিল গ্রুপ পর্যায়ের ম্য়াচ। ফের একটা রবিবার, আবারও সেই একই প্রতিপক্ষ সম্মুখ সমরে। এবার খেলা সুপার ফোরের। যে জিতবে সেই দলই ফাইনালের আরও কাছে চলে যাবে। এবার খেলা আর প্রেমাদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium, Colombo)। ম্য়াচের আগে সাংবাদিক বৈঠক করেছেন পাক অধিনায়ক বাবর আজম (Babar Azam)।

আরও পড়ুন: IND vs PAK | Asia Cup 2023: নাছোড়বান্দা বৃষ্টি এবারও ধাওয়া করছে... রবির অসমাপ্ত গল্প কি সোমে লেখা হবে‌!

বাবরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ভারত-পাকিস্তান সুপার ফোরের ম্য়াচে তাঁরাই নাকি এগিয়ে আছেন, এই ব্য়াপারে তাঁর কী মত? 'আমরা পাকিস্তান এবং শ্রীলঙ্কায় টানা ক্রিকেট খেলেই চলেছি। আপনি বলতে পারেন না যে, আমরা ভারতের থেকে এগিয়ে আছি। আমরা শ্রীলঙ্কায় বিগত দুই মাস বা তার বেশি সময় ধরে খেলছি। আমরা টেস্ট খেলেছি, আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ খেললাম। তারপর লঙ্কা প্রিমিয়র লিগ। বলতে পারেন যে, আমাদের অ্যাডভান্টেজ রয়েছে। আমরা আগেই সূচি জানতাম। কত ভ্রমণ করতে হবে। ইত্যাদি-প্রভৃতি। আমারা খেলোয়াড়দের কীভাবে দেখভাল করছি, সেটাও গুরুত্বপূর্ণ। আমাদের সব পরিকল্পনাই ভালো ভাবে সারা হয়েছে।'

বৃষ্টিতে ভেস্তে যাওয়া এশিয়া কাপের প্রথম ভারত-পাক মহারণ ছিল দেখার মতো। পাক পেসার ত্রয়ী- শাহিন শাহ আফ্রিদি নিয়েছিলেন চার উইকেট। তিন উইকেট করে পান নাসিম শাহ ও হ্যারিস রউফ। ১০ উইকেটই এসেছিল পেসারদের ঝুলি থেকেই। এশিয়া কাপে (৫০ ওভারের ফরম্য়াটে) যা ইতিহাস। এর আগে, কখনও এশিয়া কাপের কোনও ম্য়াচে পেসাররা ১০ উইকেট নেননি। পাক পেসারদের সামলানোই এদিন ভারতীয় ব্য়াটারদের চ্য়ালেঞ্জ। তিন পেসার তিন ম্য়াচ মিলিয়ে নিয়েছে ২৩টি উইকেট। পেসারদের প্রশংসা করলেও বাবর চিন্তিত অন্য় জায়গায়। তিনি বলেন, 'বল হাতে আমাদের শুরুটা ভালো হচ্ছে ঠিকই। তবে আমাদের পরিকল্পনাই হচ্ছে মাঝের ওভারগুলোয় ভালো বল করার। আমাদের কার্যকরী কম্বিনেশন কাজে লাগানোর প্রচেষ্টাই থাকবে। আমাদের মাঝের ওভারগুলোয় উইকেট দরকার কিন্তু আসছে না। আমরা ওদিকে আবার শেষটাও ভালো করছি। এটা দলীয় পারফরম্য়ান্স। কেউ যদি ব্য়র্থ হয়। তাহলে অন্য় কেউ এগিয়ে আসবে।'

কলম্বোয় দুপুরের দিকে ৯০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা আছে। সূর্যাস্তের পর সেটা কমে ৮৫ শতাংশ হতে পারে। যার ফলে ম্য়াচ হওয়া কিন্তু খুবই কঠিন হয়ে যাবে। এই প্রসঙ্গে বাবর জানান, ' দেখুন যেটা আমাদের হাতে নেই, সেদিকে আমরা ফোকাস করি না। রোদের আভা দেখতে পাচ্ছি। আশা করি খুব একটা বৃষ্টি হবে না। যত পারছি অনুশীলন করছি।' ৮০ থেকে ৯০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা যদিও আছে।  বৃষ্টির জন্য় যদি সময় নষ্ট হয়, তাহলে ম্য়াচের সময় সর্বোচ্চ ৯০ মিনিট পর্যন্ত বাড়ানো যাবে। তবে তারপরেও যদি শেষ না করা যায়, তাহলে এদিন ম্য়াচ ঠিক যেখানে শেষ হবে, ঠিক সেখান থেকেই আগামিকাল অর্থাৎ সোমবার খেলা শুরু হবে। কারণ সুপার ফোরে রিজার্ভ ডে রয়েছে। আজ যদি একটিও বল না হয়, তাহলে পুরো ম্য়াচই হবে সোমবার। যদিও ম্য়াচ আধিকারিকরা আপ্রাণ চেষ্টা করবেন নিয়ম এবং প্রকৃতির লড়াইয়ের মাঝেও রবিতেই খেলার ফয়সলা করতে।

আরও পড়ুন: Leander Paes | ICC World Cup 2023: কলকাতায় হারানো যাবে না রোহিতদের! ইডেনে বসে অকাট্য যুক্তি টেনিস আইকনের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

 

 

.