অস্ট্রেলিয়ায় প্রথম গ্রান্ড স্লাম আজারেঙ্কার
অস্ট্রেলিয়ান ওপেনের মহিলা সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা। ফাইনালে মারিয়া শারাপোভাকে স্ট্রেট সেটে হারান তরুণ এই টেনিস তারকা। খেলার ফল ৬-৩, ৬-০। এটাই তাঁর প্রথম গ্রান্ড স্লাম। এই জয়ের সঙ্গে সঙ্গেই মহিলা টেনিস র্যাঙ্কিং-এ ১ নম্বর স্থানে উঠে এলেন তিনি।
অস্ট্রেলিয়ান ওপেনের মহিলা সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা। ফাইনালে মারিয়া শারাপোভাকে স্ট্রেট সেটে হারান তরুণ এই টেনিস তারকা। খেলার ফল ৬-৩, ৬-০। এটাই তাঁর প্রথম গ্রান্ড স্লাম। এই জয়ের সঙ্গে সঙ্গেই মহিলা টেনিস র্যাঙ্কিং-এ ১ নম্বর স্থানে উঠে এলেন তিনি।
আর সেই কারণেই তাঁর জয়কে মহিলা টেনিসে এক নতুন যুগের সূচনা বলে মনে করছেন ক্রিড়ামহল। দু বছর আগে অস্ট্রেলিয়ান ওপেনে শেষ আটে পৌঁছে নজর কেড়েছিলেন এই টেনিস তারকা। দু বছর পর মেলবোর্ন পার্ক পেয়ে গেল নতুন চ্যাম্পিয়ন আজারেঙ্কাকে। সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন কিম ক্লিস্টার্সকে হারিয়ে চমক দিয়েছিলেন বেলারুশের এই টেনিস তারকা। ফাইনালে আজারেঙ্কার পাওয়ার টেনিসের সামনে কার্যত আত্মসমর্পণ করলেন মারিয়া শারাপোভা। গোটা ম্যাচে চোদ্দটি উইনার মারেন আজারেঙ্কাকে। একাধিক আনফোর্সড এররের খেসারত দিতে হল রুশ সুন্দরীকে। প্রথম সেট ৬-৩ ব্যবধানে জেতার পর, দ্বিতীয় সেটে আজারেঙ্কার দাপুটে টেনিসের সামনে কার্যত উড়ে যান শারাপোভা। মরসুমের প্রথম গ্রান্ড স্লামে এই বিধ্বংসী ফর্ম ধরে রাখতে পারেন কিনা সেটাই এখন দেখার।