জীবনের শেষ অলিম্পিকে পদক হাতছাড়া করার পর যা বললেন বিন্দ্রা
জীবনের শেষ অলিম্পিকে পদক হাতছাড়া হওয়াতে আফসোস থাকসেও হতাশ নন অভিনব বিন্দ্রা। রিওতে ১০ মিটার এয়ার রাইফেলে চতুর্থ হওয়ার পর ২৪ ঘন্টাকে একান্ত সাক্ষাৎকারে বিন্দ্রা জানান জীবনে সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন।
Updated By: Aug 9, 2016, 10:38 PM IST
ব্যুরো: জীবনের শেষ অলিম্পিকে পদক হাতছাড়া হওয়াতে আফসোস থাকসেও হতাশ নন অভিনব বিন্দ্রা। রিওতে ১০ মিটার এয়ার রাইফেলে চতুর্থ হওয়ার পর ২৪ ঘন্টাকে একান্ত সাক্ষাৎকারে বিন্দ্রা জানান জীবনে সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন।
একটা সোনার পদকের জন্য মৃত্যুর ভল্টেও রাজি!
রিও অলিম্পিকে হাড্ডাহড্ডি লড়াই করে দ্বিতীয় স্থানে পৌছেও শেষ রক্ষা হয়নি অভিনব বিন্দ্রার। ১০ মিটার এয়ার রাইফেলে অলিম্পিকের দ্বিতীয় পদক হাতছাড়া। জীবনের শেষ অলিম্পিকে চতুর্থ হয়েই সন্তুষ্ট থাকতে হল বেজিং অলিম্পিকে সোনা জয়ী এই শুটারকে। দেশের কোটি কোটি মানুষ তাকে যেভাবে সমর্থন করেছে তারজন্য সবার কাছে কৃতজ্ঞ।