ওয়াটসনের হেলমেটে লাগল বাউন্সার, প্র্যাকটিশ বাতিল করে ফিরলেন অসিরা
ফিল হিউজসের মৃত্যু এখনও আতঙ্কের মত ঘুরছে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের। সেই আতঙ্ক ফিরে এল মেলবোর্নে মঙ্গলবার অসিদের প্রাকটিশ সেশনে। পেসার জেমস প্যাটিনসনের বাউন্সার এসে আঘাত করে শেন ওয়াটসনের হেলমেটে। সঙ্গে সঙ্গে গোটা দল হাজির হয় ওয়াটসনের খবর নিতে।
![ওয়াটসনের হেলমেটে লাগল বাউন্সার, প্র্যাকটিশ বাতিল করে ফিরলেন অসিরা ওয়াটসনের হেলমেটে লাগল বাউন্সার, প্র্যাকটিশ বাতিল করে ফিরলেন অসিরা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/12/23/32888-wht.jpg)
ওয়েব ডেস্ক: ফিল হিউজসের মৃত্যু এখনও আতঙ্কের মত ঘুরছে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের। সেই আতঙ্ক ফিরে এল মেলবোর্নে মঙ্গলবার অসিদের প্রাকটিশ সেশনে। পেসার জেমস প্যাটিনসনের বাউন্সার এসে আঘাত করে শেন ওয়াটসনের হেলমেটে। সঙ্গে সঙ্গে গোটা দল হাজির হয় ওয়াটসনের খবর নিতে।
হাঁটু গেড়ে বসে পড়ে হেলমেট খুলে পরীক্ষা করতে শুরু করেন ওয়াটসন। ছুটে আসেন টিম ডক্টর পিটার ব্রুকনার। বেশ কয়েক মিনিট ধরে ওয়াটসনের মাথায় হাত বোলাতে থাকেন ডক্টর পিটার। এরপরই প্র্যাকটিশ বাতিল করে ড্রেসিংরুমে ফিরে যান অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। সামান্য চোট লাগলেও এখন ওয়াটসন সুস্থ আছেন বলেই জানিয়েছে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট।