Sania Mirza, Australian Open 2023: বিদায়ী ম্যাচে হার, সঙ্গী বোপান্নাকে নিয়ে মেগা ফাইনালে রানার্স টেনিস সুন্দরী

অস্ট্রেলিয়ান ওপেনে ৩৬ বছরের সানিয়া এর আগে ২০০৯ সালে মিক্সড ডাবলস জিতেছিলেন। সেটিই ছিল তাঁর প্রথম বড় ট্রফি।

Updated By: Jan 27, 2023, 10:53 AM IST
Sania Mirza, Australian Open 2023: বিদায়ী ম্যাচে হার, সঙ্গী বোপান্নাকে নিয়ে মেগা ফাইনালে রানার্স টেনিস সুন্দরী

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: সব শেষ ভালো হয় না। কিছু গল্পের শেষে থাকে একরাশ যন্ত্রণা। হেরে যাওয়ার জন্য চোখের জল ফেলা। সানিয়া মির্জার (Sania Mirza) ক্ষেত্রেও তো তেমনটাই হল। কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলতে নেমে শেষরক্ষা করতে পারলেন না। পার্টনার রোহন বোপান্নাকে (Rohan Bopanna) নিয়ে রানার্স হয়ে ভারতের (India) টেনিস সুন্দরীকে সন্তুষ্ট থাকতে হল। সপ্তম গ্র্যান্ড স্ল্যাম জেতা হল না সানিয়ার। শুক্রবার ফাইনালে ব্রাজিলের লুইসা স্টেফানি (Luisa Stefani)- রাফায়েল মাতোস (Rafael Matos) জুটির কাছে সানিয়ারা হারলেন ৬-৭ (২-৭), ২-৬ গেমে। 

অস্ট্রেলিয়ান ওপেনে ৩৬ বছরের সানিয়া এর আগে ২০০৯ সালে মিক্সড ডাবলস জিতেছিলেন। সেটিই ছিল তাঁর প্রথম বড় ট্রফি। এরপর ২০১৬ সালে ডাবলসে চ্যাম্পিয়ন হন। তিনটি মিক্সড ডাবলস এবং তিনটি ডাবলস খেতাব রয়েছে সানিয়ার। এটিই তাঁর শেষ গ্র্যান্ড স্ল্যাম ছিল। ৪২ বছরের বোপান্না এর আগে ২০১৭ সালে ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন। 

আরও পড়ুন: Ranji Trophy 2022-23: ওডিশার বিরুদ্ধে লজার ফলো-অনের পরেও অভিমন্যু, মনোজের ব্যাটে লড়াইয়ে বাংলা

আরও পড়ুন: Ravindra Jadeja, Border Gavaskar Trophy 2022-23: চেনা চিপকে দারুণ কামব্যাক, অশ্বিনের সঙ্গে জুটি বেঁধে অজিদের মহড়া নিতে মরিয়া 'স্যর জাদেজা'

শুক্রবার ভারতীয় সময় সকাল ৬:৩০ মিনিটে খেলা শুরু হয়। প্রথম থেকে সানিয়া-বোপান্না জুটি ছন্দে ছিলেন। প্রথম সেটের অষ্টম গেমে বিপক্ষ ব্রাজিলীয় জুটির সার্ভিস ভেঙে সানিয়ারাই এগিয়ে যান। কিন্তু পরের গেমেই তাঁদের সার্ভিস ভেঙে যায়। সেট টাইব্রেকারে গড়ায়। সেখানে দাঁড়াতে পারেনি ভারতীয় জুটি। ২-৭ গেমে হেরে যায়। 

প্রথম সেটে হারার পর আর ছন্দ ফিরে পাননি সানিয়া-বোপান্না। দ্বিতীয় সেটে কোনও লড়াই করতে পারেননি তাঁরা। হেরে যান ২-৬ গেমে। ফলে হেরে টেনিসকে বিদায় জানাতে বাধ্য হলেন সানিয়া। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.