Australian Open: Tsitsipas-কে হারিয়ে ফাইনালে Rafael Nadal-এর সামনে Daniil Medvedev

ফাইনালে সেয়ানে সেয়ানে টক্কর। 

Updated By: Jan 28, 2022, 06:15 PM IST
Australian Open: Tsitsipas-কে হারিয়ে ফাইনালে Rafael Nadal-এর  সামনে Daniil Medvedev
ফাইনালের টিকিট আদায় করার পর ড্যানিল মেদেভেদেভ। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন:  চলতি অস্ট্রেলিয়ান ওপেনের সেমি ফাইনালে স্তেফানোস চিচিপাসকে (Stefanos Tsitsipas) হারিয়ে ফাইনালে চলে গেলেন ড্যানিল মেদেভেদেভ (Daniil Medvedev)। আগামী ৩০ জুন ফাইনালে তাঁর সামনে রাফায়েল নাদাল(Rafael Nadal)। শুক্রবারই প্রথম সেমি ফাইনালে মাত্তেও বেরেত্তিনির বিরুদ্ধে জয় পেয়েছেন রাফা।

এ দিন দ্বিতীয় সেমিফাইনালে চার সেটের লড়াই হয় রাশিয়ান টেনিস তারকা মেদভেদেভের সঙ্গে গ্রিসের স্তেফোনাস সিৎসিপাসের (Stefanos Tsitsipas)। তবে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় রাশিয়ান তারকা। খেলার ফলাফল ৭-৬ (৫), ৪-৬, ৬-৪, ৬-১।

গত ম্যাচে দুই সেটে পিছিয়ে পড়েও মহাকাব্যিক কামব্যাকে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে নিজের জায়গা পাকা করেছিলেন মেদভেদেভ। তবে সেমি ফাইনালে তেমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। চার সেটের লড়াইয়ে চিচিপাসকে হারিয়ে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে পৌঁছলেন মেদভেদেভ।

আরও পড়ুন: Rafael Nadal: ঐতিহাসিক '২১'-এর স্বপ্ন দেখছেন নাদাল! অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে কিংবদন্তি

আরও পড়ুন: Australian Open: চোখের জলে কঠিন দিনগুলো মনে করে ২১তম গ্র্যান্ডস্ল্যামের প্রস্তুতিতে Rafael Nadal

সেমি ফাইনালের প্রথম সেটে কিন্তু চিচিপাস শুরুটা ভালই করেছিলেন। টাইব্রেকারেও এগিয়েছিলেন তিনি। তবে মেদভেদেভ পিছিয়ে পড়েও প্রথমে স্কোর ৪-৪ করে, শেষ পর্যন্ত ৭-৬ ব্রেকার এবং সেট জিতে নেন। কিন্তু দ্বিতীয় সেটে গ্রীক সিসিপাস স্কোর সমান করেন। ম্যাচ ১-১ সেটে সমতায় ফেরার পরেই রাশ নিজের দখলে মেদভেদেভ। একের পর এক দুরন্ত সার্ভ করেই ৬-৪ তৃতীয় সেট জিতে নেন তিনি। আর চতুর্থ সেটে তো চিচিপাসকে কার্যত উড়িয়ে দিয়ে ফাইনালে পৌঁছন মেদভেদেভ।

এই নিয়ে টানা দ্বিতীয়বারের জন্য অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন মেদভেদেভ। ২০২১ সালে নোভাক জকোভিচের বিরুদ্ধে হারতে হয়েছিল তাঁকে। এ বার যদিও সুযোগ রয়েছে নাদালকে হারিয়ে প্রথমবার রড লেভার এরিনায় খেতাব জেতার। 

তবে এ বারের লড়াইয়ের আগে পরিস্থিতি একেবারে আলাদা। যুক্তরাষ্ট্র ওপেনে প্রথম গ্র্যান্ডস্ল্যাম জিতেছিলেন মেদভেদেভ। রুখে দিয়েছিলেন জকোভিচের ঐতিহাসিক ২১ তম স্ল্যাম জয়। এ বার নাদালের বিরুদ্ধেও একই চ্যালেঞ্জের মুখোমুখি মেদভেদেভ।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

 

.