Rafael Nadal, Australian Open 2023: ইন্দ্রপতন! ছিটকে গেলেন গতবারের জয়ী নাদাল, কাঁদলেন তাঁর স্ত্রী
একে তো বয়স ৩৬। এরমধ্যে একাধিক চোট-আঘাতে ভুগছেন রাফা। বুধবারও তাঁকে একেবারেই ফিট মনে হচ্ছিল না। বারবার তলপেট ও কোমর ধরে বসে যাচ্ছিলেন। ঠিকমতো সার্ভিস মারতে পারছিলেন না। গ্রাউন্ডস্ট্রোক নেওয়ার সময় তাঁর আগ্রাসী মেজাজ দেখা যাচ্ছিল না।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: চলতি অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open 2023) অঘটন! দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। বিশ্বের ৬৫ নম্বর খেলোয়াড় ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের (Mackenzie McDonald) কাছে ৪-৬, ৪-৬, ৫-৭-এ হারলেন গতবারের অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open) জয়ী তারকা।
একে তো বয়স ৩৬। এরমধ্যে একাধিক চোট-আঘাতে ভুগছেন রাফা। বুধবারও তাঁকে একেবারেই ফিট মনে হচ্ছিল না। বারবার তলপেট ও কোমর ধরে বসে যাচ্ছিলেন। ঠিকমতো সার্ভিস মারতে পারছিলেন না। গ্রাউন্ডস্ট্রোক নেওয়ার সময় তাঁর আগ্রাসী মেজাজ দেখা যাচ্ছিল না। এমনকি বিপক্ষের সঙ্গে র্যালি চলাকালীন কোমর ধরেও বসে যান নাদাল। ফলে মেডিক্যাল টাইম আউট নিতে বাধ্য হয়েছিলেন। নাদালকে এমন অসহায় অবস্থায় দেখে নিজেকে ধরে রাখতে পারলেন না তাঁর স্ত্রী মারিয়া। গ্যালারিতে বসেই কেঁদে ভাসালেন। সেই ভিডিয়ো ভাইরাল হতে সময় লাগেনি।
(@travel__Sports) January 18, 2023
রড লেভার এরিনাতে ২ ঘণ্টা ৩২ মিনিটের লড়াই শেষে বিদায় নিলেন নাদাল। ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী নাদাল অনেক দিন ধরেই চোটে জর্জরিত। এদিন কোনও প্রতিদ্বন্দ্বীতা না করেই প্রথম সেটে হেরে যান তিনি। দ্বিতীয় সেটে ৩-৫ ব্যবধানে পিছিয়ে থাকার সময় চিকিৎসক ডাকতে হয়। কোমরের চোট নিয়েও তিনি খেলা চালিয়ে যান। কিন্তু শেষ পর্যন্ত বিশ্বের ৬৫ নম্বর খেলোয়াড়ের বিরুদ্ধে হেরে গেলেন নাদাল।
আরও পড়ুন: Exclusive, Lionel Messi: মেসির আর্জেন্টিনা বাংলাদেশে আসছে! নাকি কাজী সালাউদ্দিন স্টান্টবাজি করেছেন?
নাদালের দীর্ঘ দিনের কেরিয়ারে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন দু’বার। ২০০৯ সালের পর গত বছর এই গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন তিনি। ১৪ বার ফরাসি ওপেন জিতেছেন তিনি। গত বছর এই দু’টি গ্র্যান্ড স্ল্যামই জিতেছিলেন নাদাল। এ ছাড়াও দু’বার উইম্বলডন এবং চার বার ইউএস ওপেন জিতেছেন স্প্যানিশ তারকা। বিশ্ব ক্রমতালিকায় এখন দুই নম্বরে রয়েছেন তিনি। তবে এবারের অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় মোটেও সুখের হল না। এর আগে ২০১৬ সালে নাদাল অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে হেরে বিদায় নিয়েছিলেন। অর্থাৎ সাত বছর পর ফের এই প্রতিযোগিতা থেকে এত দ্রুত বিদায় নিতে হল স্পেনীয় তারকাকে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)