বিরাটকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা, তীব্র নিন্দা ভারতীয় ক্রিকেট মহলের

বেঙ্গালুরুর ড্রেসিংরুম ডিআর এস আর রাঁচির শোল্ডার ইঞ্জুরি মক কাটা ঘায়ে নুনের ছিটের মতন লেগেছে অস্ট্রেলিয়ার। আর তাই মাঠের স্লেজিংয়ের পর এবার অসি মিডিয়া পড়েছে বিরাট কোহলিকে নিয়ে। ভারত অধিনায়ককে ব্যঙ্গ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করল দ্য ডেইলি টেলিগ্রাফ। এই সংবাদপত্রে কোহলিকে ডোনাল্ড ট্রাম্প অফ ওয়ার্ল্ড স্পোর্টস বলা হয়েছে।  ওই সংবাদপত্রটিতে লেখা হয়েছে কোহলি নিজের বোর্ড বা আইসিসিকেও মানেন না। ট্রাম্পের মতন কোহলিও নিজের দোষ ঢাকতে মিডিয়ার ঘাড়ে দোষ চাপান। এই ঘটনার তীব্র নিন্দা করে ভারতীয় ক্রিকেট মহলের বিবৃতি এইভাবে কোহলিকে থামানো যাবে না। বরং আখেরে কোহলির জেদ বাড়িয়ে অসিরা নিজেদের ক্ষতি করছে। (শন মার্শ আর হ্যান্ডসকম্ব জিততে দিলেন না ভারতকে)

Updated By: Mar 21, 2017, 11:04 PM IST
বিরাটকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা, তীব্র নিন্দা ভারতীয় ক্রিকেট মহলের

ব্যুরো: বেঙ্গালুরুর ড্রেসিংরুম ডিআর এস আর রাঁচির শোল্ডার ইঞ্জুরি মক কাটা ঘায়ে নুনের ছিটের মতন লেগেছে অস্ট্রেলিয়ার। আর তাই মাঠের স্লেজিংয়ের পর এবার অসি মিডিয়া পড়েছে বিরাট কোহলিকে নিয়ে। ভারত অধিনায়ককে ব্যঙ্গ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করল দ্য ডেইলি টেলিগ্রাফ। এই সংবাদপত্রে কোহলিকে ডোনাল্ড ট্রাম্প অফ ওয়ার্ল্ড স্পোর্টস বলা হয়েছে।  ওই সংবাদপত্রটিতে লেখা হয়েছে কোহলি নিজের বোর্ড বা আইসিসিকেও মানেন না। ট্রাম্পের মতন কোহলিও নিজের দোষ ঢাকতে মিডিয়ার ঘাড়ে দোষ চাপান। এই ঘটনার তীব্র নিন্দা করে ভারতীয় ক্রিকেট মহলের বিবৃতি এইভাবে কোহলিকে থামানো যাবে না। বরং আখেরে কোহলির জেদ বাড়িয়ে অসিরা নিজেদের ক্ষতি করছে। (শন মার্শ আর হ্যান্ডসকম্ব জিততে দিলেন না ভারতকে)
                                              

 

.