IPL-এ খেলার জন্য কোহলিদের স্লেজিং করতে ভয় পায় অজিরা! বিস্ফোরক ক্লার্ক

ক্রিকেটিয় পরিভাষায় যাকে অনেকেই বলে থাকেন স্লেজিং! কিন্তু প্রতিপক্ষ যখন ভারত সেই সময় অস্ট্রেলিয়ানরা কিছুটা হলেও যেন স্লেজিং কে দূরে সরিয়ে রাখে।

Updated By: Apr 7, 2020, 01:15 PM IST
IPL-এ খেলার জন্য কোহলিদের স্লেজিং করতে ভয় পায় অজিরা! বিস্ফোরক ক্লার্ক

নিজস্ব প্রতিবেদন: বাইশ গজে আগ্রাসন! শরীরী ভাষায় প্রতিপক্ষকে কার্যত হুমকি- অস্ট্রেলিয়ান ক্রিকেটের চিরাচরিত চরিত্র। ক্রিকেটিয় পরিভাষায় যাকে অনেকেই বলে থাকেন স্লেজিং! কিন্তু প্রতিপক্ষ যখন ভারত সেই সময় অস্ট্রেলিয়ানরা কিছুটা হলেও যেন স্লেজিং কে দূরে সরিয়ে রাখে। কারণটা আইপিএলে খেলার জন্য! এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক। তাঁর মতে, আইপিএলে খেলার জন্যই কোহলিদের স্লেজিং করতে ভয় পায় অজিরা।

এক সাক্ষাৎকারে মাইকেল ক্লার্ক জানান, "আর্থিকভাবে ভারত কতটা শক্তিশালী তা সবারই জানা। সেটা আন্তর্জাতিক ক্ষেত্রেই হোক কিংবা ঘরের মাটিতে আইপিএল- ক্ষমতা রয়েছে ওদের। আমার মনে হয়, অস্ট্রেলিয়ার মতো প্রায় সব দেশেরই ক্রিকেট বোর্ড কিছুটা হলেও ভারতকে খুশি রাখতে চায়। বিরাট কোহলি বা অন্যান্য ভারতীয় ক্রিকেটারদের স্লেজ করতে সবাই ভয় পায়! কারণ এপ্রিলে ওদের সঙ্গেই তো আইপিএল খেলতে হবে।" অকপট স্বীকারোক্তি ক্লার্কের।

পাশাপাশি ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের কথা মনে করিয়ে দিয়ে প্রাক্তন অজি অধিনায়ক বলেন, "এবার ভারতীয়দের স্লেজ করতে রাজি হয়নি অস্ট্রেলিয়া। কারণ, বিশ্বের বেশিরভাগ ক্রিকেটারের স্বপ্ন এখন আইপিএলে  খেলা। মিলিয়ন ডলারের হাতছানি, সঙ্গে গ্ল্যামার তো রয়েছে। এই টুর্নামেন্টের বদলে দিয়েছে ক্রিকেট দুনিয়ার সমস্ত বাস্তব চিত্রকে।"

আরও পড়ুন - করোনার ধাক্কা; দিল্লিতে বাতিল শুটিং বিশ্বকাপ

.