Tokyo Olympics 2020: হকিতে হলুদ ঝড়ে উড়ে গেল ভারত! ৭ গোল দিল অস্ট্রেলিয়া
এমনটাও প্রত্যাশিত ছিল না!
নিজস্ব প্রতিবেদন: ভারতীয় হকির জন্য অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) একটা লজ্জাজনক দিন হয়ে থাকল রবিবার। কয়েক ঘণ্টার মধ্যে ভারতের পারফরম্যান্স একেবারে তলানিতে নেমে আসল!
নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতেই রবিবার পুল 'এ' র ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিলেন মনপ্রীত সিং অ্যান্ড কোং। কিন্তু বিশ্বের এক নম্বর অস্ট্রেলিয়ার কাছে দাঁড়াতেই পারল না টিম ইন্ডিয়া। অজিরা ৭-১ গোলে গুঁড়িয়ে দিল ভারতকে!
এদিন ওই হকি স্টেডিয়ামে ভারতের হয়ে একমাত্র গোলটি করলেন দিলপ্রীত সিং। অস্ট্রেলিয়ার হয়ে গোলে অবদান রাখলেন টিম ব্র্যান্ড, ড্যানিয়েল জেমস, অ্যান্ড্রিউ অগিলভি, জেরেমি থমাসরা।
আরও পড়ুন: Manika র খেলায় মোহিত তাঁর 'আইডল' Sachin! টুইটারে কী লিখলেন 'ক্রিকেট ঈশ্বর'?
Not a great day at work for the #MenInBlue, but this will pump us to come back a lot stronger! #INDvAUS #HaiTayyar #IndiaKaGame #TokyoTogether #StrongerTogether #Tokyo2020 #HockeyInvites #TeamIndia #Hockey pic.twitter.com/xdnJpUvivu
— Hockey India (@TheHockeyIndia) July 25, 2021
এদিন ওই হকি স্টেডিয়ামে ভারতের হয়ে একমাত্র গোলটি করলেন দিলপ্রীত সিং। অস্ট্রেলিয়ার হয়ে গোলে অবদান রাখলেন টিম ব্র্যান্ড, ড্যানিয়েল জেমস, অ্যান্ড্রিউ অগিলভি, জেরেমি থমাসরা। স্কোরলাইনই বলে দিচ্ছে যে ভারত এদিন কার্যত খেলতেই পারেনি অজিদের সামনে। রুদ্ধশ্বাস অস্ট্রেলিয়ার আছে নীল জার্সিধারীদের অসহায় আত্মসমর্পণ করতে হলো এদিন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)