একদিনের সিরিজেও হোয়াইট ওয়াশের পথে ইংল্যান্ড

অ্যাসেজে হোয়াইটওয়াশ। এবার একদিনের সিরিজেও একই পথে হাঁটছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ছয় উইকেটে হেরে গেলেন ব্রিটিশরা। অস্ট্রেলিয়ার জয়ের কাণ্ডারি অ্যারন ফিঞ্চ। ১২৮ বলে ১২১ রান করেন তিনি।

Updated By: Jan 13, 2014, 09:34 PM IST

অ্যাসেজে হোয়াইটওয়াশ। এবার একদিনের সিরিজেও একই পথে হাঁটছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ছয় উইকেটে হেরে গেলেন ব্রিটিশরা। অস্ট্রেলিয়ার জয়ের কাণ্ডারি অ্যারন ফিঞ্চ। ১২৮ বলে ১২১ রান করেন তিনি।

এ দিন এমসিজিতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। নির্ধারিত ৫০ ওভারে ২৬৯ রান করে ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেন গ্যারি ব্যালেন্স। জবাবে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ১৬৩ রান তুলে দেন ফিঞ্চ এবং ডেভিড ওয়ার্নার। অধিনায়ক মাইকেল ক্লার্ক করেন ৪৩ রান। চার দশমিক দুই ওভার বাকি থাকতেই চার উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া।

.