AUS-W vs IND-W, 2nd T20I: ব্যাটিং ব্যর্থতার জন্য অজিদের কাছে হার মানল Harmanpreet Kaur-এর ভারত

জলে গেল বোলারদের লড়াই। 

Updated By: Oct 9, 2021, 06:43 PM IST
AUS-W vs IND-W, 2nd T20I: ব্যাটিং ব্যর্থতার জন্য অজিদের কাছে হার মানল Harmanpreet Kaur-এর ভারত
বোলাররা লড়লেও এই ম্যাচেও ফের ব্যর্থ ব্যাটিং লাইনআপ। ছবি - আইসিসি।

নিজস্ব প্রতিবেদন: বোলাররা লড়াই করলেও মূলত ব্যাটিং ব্যর্থতার জন্য অস্ট্রেলিয়ার (Australia Women) কাছে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৪ উইকেটে হেরে গেল ভারতের মহিলা দল (India Women)। প্রাথমিক ব্যাটিং বিপর্যয়ের জন্য নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১৮ রানে আটকে যায় ভারত। জবাবে ব্যাট করতে নেমে পাঁচ বল বাকি থাকতে ৬ উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় ১১৯ রান তুলে নেয় অস্ট্রেলিয়া। এই জয়ের ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অজিরা। প্রথম ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়ে গিয়েছিল। 

আরও পড়ুন: WT20: ভারতের নতুন ওপেনার পেয়ে গেলেন Virat Kohli, কে তিনি? জানতে পড়ুন

এই ম্যাচে জয়ের সুবাদে ভারতের বিরুদ্ধে এই দ্বিপাক্ষিক সিরিজও জিতে নিল অস্ট্রেলিয়া। একদিনের সিরিজে ২-১ ব্যবধানে জিতে অজিরা ৪ পয়েন্ট সংগ্রহ করে। টেস্ট ড্র হওয়ার জন্য ২ পায় অস্ট্রেলিয়া। বৃষ্টির জন্য ভেস্তে যাওয়া প্রথম টি-টোয়েন্টি  থেকে ১ পয়েন্ট সংগ্রহ করার পর দ্বিতীয় ম্যাচ থেকে ২ পয়েন্ট পেয়ে যায় ক্যাঙারু বাহিনী। একদিকে অস্ট্রেলিয়ার পয়েন্ট যখন ৯, তখন ভারতের পয়েন্ট মাত্র ৫। এমন অবস্থায় হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) দল শেষ ম্যাচ জিতলেও অজিদের নাগাল পাওয়া সম্ভব নয়। 

এ দিন জোরে বোলার পূজা বস্ত্রকার ৩৭ রানে অপরাজিত থাকার পাশাপাশি হরমনপ্রীত করেন ২৮ রান। আর কেউ দাগ কাটতে পারেননি। বিপক্ষের তালিয়া ম্যাকগ্রা ৪২ রান করে অপরাজিত থাকেন। বেথ মুনি করেন ৩৪ রান। ফলে ৪ উইকেটে ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.