দলবদলে চমক! ইস্টবেঙ্গলের পথে এটিকে মিডফিল্ডার

লাল-হলুদ কর্তাদের টার্গেটে আছেন গোকুলাম কেরালার মিডফিল্ডার...

Updated By: Apr 17, 2020, 09:08 PM IST
দলবদলে চমক! ইস্টবেঙ্গলের পথে এটিকে মিডফিল্ডার

নিজস্ব প্রতিবেদন: নতুন মরশুমে ইস্টবেঙ্গল আইএসএল খেলবে কিনা তা এখনও নিশ্চিত নয়! তবে দল গঠনের ক্ষেত্রে কোনও খামতি নেই লাল-হলুদ কর্তাদের। দেশজুড়ে লকডাউনের মধ্যেও একের পর এক স্বদেশী ফুটবলার সই করিয়ে যাচ্ছেন তাঁরা।

এটিকে থেকে ইস্টবেঙ্গলের ফিরতে চলেছেন তারকা মিডফিল্ডার শেহনাজ সিং। গত আইএসএলে কলকাতা দলের হয়ে আটটা ম্যাচ খেলেছিলেন পাঞ্জাবি এই মিডফিল্ডার। এর আগে ২০১৫-১৬ মরশুমে লাল- হলুদ জার্সিতে খেলেছিলেন শেহনাজ। লাল-হলুদ কর্তাদের টার্গেটে আছেন গোকুলাম কেরালার মিডফিল্ডার মহম্মদ ইরশাদও। অনেকগুলো পজিশনে খেলতে পারেন কেরালার ২৫ বছর বয়সী এই ফুটবলারটি। ডিফেন্সিভ মিডফিল্ডার এর পাশাপাশি রাইট ব্যাকেও খেলেন ইরশাদ। চলতি আই লিগে গোকুলাম কেরালার হয়ে প্রায় সব ম্যাচই খেলেছেন তরুণ এই মিডফিল্ডার ।

বলবন্ত, গুরতেজ, চুলোভা, নবীন গুরুঙকে সই করিয়ে ইতিমধ্যেই চমক দিয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা। স্বদেশী রিক্রুট শেষ হলেই বিদেশি ফুটবলার নেওয়ার কাজ শুরু করতে চান ইস্টবেঙ্গল কর্তারা। কেননা করোণা পরবর্তী সময়ে বিদেশিদের ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করতে পারে সরকার। তাই সব কিছু দেখেই বিদেশি নেওয়ার কাজে হাত দিতে চান লাল-হলুদ কর্তারা।

 

আরও পড়ুন - আই লিগের ভবিষ্যৎ ঠিক করতে শনিবার বৈঠকে বসছে AIFF

 

.