ইস্টবেঙ্গল না এটিকে? জবিকে নিয়ে বিতর্ক তুঙ্গে
কেরলের স্ট্রাইকারের সঙ্গে এখনও কথাবার্তা চালিয়ে যাচ্ছেন লাল-হলুদ কর্তারা।
নিজস্ব প্রতিবেদন : জবি জাস্টিনকে এখনই হাল ছাড়ছে না ইস্টবেঙ্গল। তিন বছরের জন্য এটিকে-তে সই করে দিয়েছেন কেরলের তারকা স্ট্রাইকার। আপাতত লাল-হলুদের অনুশীলনেও আসা বন্ধ করে দিয়েছেন এবারের আই লিগের সেরা ভারতীয় স্ট্রাইকারটি। ইস্টবেঙ্গল কর্তারা অবশ্য শেষ দেখে ছাড়তে চাইছেন। লাল-হলুদ কর্তাদের অস্ত্র টোকেন আর ক্লাবের ইনভেস্টরকে দেওয়া জবির চিঠি। তাই কেরলের স্ট্রাইকারের সঙ্গে এখনও কথাবার্তা চালিয়ে যাচ্ছেন লাল-হলুদ কর্তারা।
এদিকে ফেডারেশন কর্তাদের কাছে টোকেন কিংবা ইনভেস্টরকে দেওয়া চিঠির কোনও মূল্য নেই। তাঁরা দেখবেন কোন ক্লাবের সঙ্গে জবির চুক্তি রয়েছে। আর যদি এটিকে এবং ইস্টবেঙ্গল দুই ক্লাবেই জবি সই করে থাকেন, তাহলে শাস্তির মুখে পড়তে হতে পারে তারকা স্ট্রাইকারকে। শোনা যাচ্ছে, দুই ক্লাবের চুক্তিপত্রেই সই আছে জবি জাস্টিনের। তাই যতই এটিকে সরকারিভাবে জানিয়ে দিক যে জবি আগামী তিন বছরের জন্য তাদের ফুটবলার, মাঠের বাইরের লড়াইটা জেতার ব্যাপারে আশাবাদী লাল-হলুদও।
আরও পড়ুন - বিদায়ী ম্যাচে অপহরণ করা হল ফুটবলারকে!